পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Civic Volunteer Bite Off TMC workers Ear : তৃণমূলকর্মীর কান কামড়ে নিল সিভিক ভলান্টিয়ার - Civic Volunteer bite off TMC workers ear in Tarkeshwar

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে এক তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নিল এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer bite off TMC workers ear)। অভিযুক্তের নাম শুভদীপ রায় । ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার 15 নং ওয়ার্ডের সাহাপুরে ৷

Hooghly News
আহত মহাদেব অভিযুক্ত শুভদীপ রায়

By

Published : Mar 16, 2022, 7:12 PM IST

Updated : Mar 16, 2022, 7:53 PM IST

তারকেশ্বর, 16 মার্চ : পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে তৃণমূলকর্মীর কান কামড়ে নিল সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer bite off TMC workers ear) । অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম শুভদীপ রায় । ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায় ৷

সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ার শুভদীপ রায়ের পরিবারে স্ত্রী ও শ্য়ালিকাকে নিয়ে বছর তিনেক ধরে অশান্তি চলছিল । ঝগড়ার বিষয়ে স্থানীয় কাউন্সিলরকেও জানানো হয়। বুধবার আবারও অশান্তি শুরু হলে তাঁর বাড়িতে বিবাদ মেটাতে যান স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহা-সহ বেশ কয়েকজন তৃণমূলকর্মী । অভিযোগ, সেই সময় সিভিক ভলান্টিয়ার শুভদীপ তাঁর পরিবারের সদস্যদের মারধর করে । সেসময় মহাদেব নামে এক তৃণমূলকর্মী ছাড়াতে গেলে তাঁর ডান কান কামড়ে ছিঁড়ে নেয় ওই সিভিক ভলান্টিয়ার ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে তারকেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে কান জোড়া লাগানোর জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তারকেশ্বর থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভদীপ রায়কে আটক করেছে ৷

সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি জানালেন স্থানীয়রা

আরও পড়ুন :প্রতিবেশীদের মধ্যে বিবাদ, বিধবার কান ছিড়ে নেওয়ার অভিযোগ

পুলিশ জানিয়েছে, শুভদীপ রায় তারকেশ্বর থানায় প্রথম থেকেই সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করত । বেশ কিছু বছর ধরে তার পরিবারে অশান্তি চলছিল । মঙ্গলবার রাতে মদ খেয়ে অশান্তি করে সে । বুধবার সকালেও মদ্যপ অবস্থায় অশান্তি করছিল ৷ সেই সময় স্থানীয়রা ছাড়াতে গেলে এই ঘটনা ঘটে ।

স্থানীয়দের অভিযোগ, শুভদীপ সিভিক ভলান্টিয়ার হওয়ার কারণে এলাকায় দাদাগিরি করতো এবং তার দাদাগিরিতে অতিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসী । তারকেশ্বর থানায় অভিযোগ জানানো হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে ।

Last Updated : Mar 16, 2022, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details