পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC MLA Asit Mazumdar: লকেটের বিরুদ্ধে মানহানির মামলা চুঁচুড়ার বিধায়কের - Locket Chatterjee

বিজেপি সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের ৷ অসিত মজুমদার (Asit Mazumdar) মামলাটি করেছেন লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে ৷ পালটা মানহানির মামলা করার হুঁশিয়ারি লকেটের ৷ যা নিয়ে শোরগোল হুগলি জেলায় ৷

Asit Mazumdar
অসিত মজুমদার

By

Published : Mar 15, 2023, 7:52 PM IST

লকেটের বিরুদ্ধে মানহানির মামলা চুঁচুড়ার বিধায়কের

চুঁচুড়া, 15 মার্চ: হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Hooghly BJP MP Locket Chatterjee) বিরুদ্ধে মানহানির মামলা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Chunchura TMC MLA Asit Mazumdar) । গত শনিবার নিয়োগ দুর্নীতি নিয়ে অসিতকে তোপ দাগেন লকেট ৷ তিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন অসিতের বিরুদ্ধে। পালটা আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল বিধায়কও। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, হুগলির সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন । প্রমাণ ছাড়া নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর চেষ্টা করেছেন লকেট, এমনই অভিযোগ অসিতের । তাই পরিবার-পরিজনের কাছে তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি। বিজেপির সাংসদ তাঁকে এভাবে কালিমালিপ্ত করায় মঙ্গলবার চুঁচুড়া সিজেএম আদালতে মানহানির মামলা দায়ের করেন এই চুঁচুড়ার বিধায়ক ।

তৃণমূল বিধায়কের দাবি, লকেট চট্টোপাধ্যায় বিভিন্নভাবে তাঁকে কালি মাখানোর চেষ্টা করেন । এর আগেও করোনার সময় এফসিআই গোডাউনের মাল চুরির অভিযোগ করেছিলেন লকেট । তখন শুধু বিষয়টি নিয়ে অভিযোগ করেই বিজেপি সাংসদ ছেড়ে দেন বলে অসিত জানান । কিন্তু এবারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে গিয়ে তাঁর দুর্নাম করা হচ্ছে বলে বিধায়কের অভিযোগ । তাতে অসিতের যথেষ্ট সম্মানহানি হচ্ছে বলে তিনি মনে করছেন । তাই এই মানহানির মামলা বলে জানান অসিত মজুমদার ।

চুঁচুড়ার বিধায়ক বলেন, "আমাকে মানুষ ভালোবাসে । কোনও কারণ ছাড়া আমার বিরুদ্ধে কথা বলা স্বভাবে পরিণত হয়েছে । তাই আমি মানহানির মামলা করব । এই লড়াইয়ের শেষ দেখব । আমি আছি বলে চুঁচুড়ার মানুষ সুরক্ষিত রয়েছে । লকেটের এই অভ্যাস পরিবর্তন করা উচিত । উনি যেখানে আমাকে অপমান করবেন সেখানে প্রতিবাদ হবে । তাঁর কর্মীরা 2021 সালের বিধানসভা ভোটে বলেছিল, বিধানসভার টিকিট বিক্রি করছেন লকেট । সেই বিষয়ে আমি তো কিছু বলতে যায়নি ।"

চুঁচুড়া আদালতের তৃণমূল আইনজীবী সেলের নির্মাল্য চক্রবর্তী জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানহানি আর শান্তিশৃঙ্খলা ভঙ্গের জন্য দু'টি ধারায় মামলা করা হয়েছে । এই মামলায় সর্বাধিক দু'বছর জেল অথবা জরিমানা হতে পারে ৷ অথবা দুটোই হতে পারে । সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, "নিয়োগ দুর্নীতিতে সকলে যুক্ত আছে । তদন্ত হলে সব প্রমাণিত হবে । আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন । কিন্তু যেভাবে আমাকে একজন মহিলাকে বলছেন, যেখানে দেখবেন সেখানেই হেনস্তা করবেন । এটা কী ধরনের কথা । আমিও তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব ।"

আরও পড়ুন:'মাথা ডিসকানেক্টেড হয়ে গিয়েছে', অসিত মজুমদারের বিরুদ্ধে মামলার ভাবনা লকেটের

ABOUT THE AUTHOR

...view details