চুঁচুড়া, 15 মার্চ: হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Hooghly BJP MP Locket Chatterjee) বিরুদ্ধে মানহানির মামলা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Chunchura TMC MLA Asit Mazumdar) । গত শনিবার নিয়োগ দুর্নীতি নিয়ে অসিতকে তোপ দাগেন লকেট ৷ তিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন অসিতের বিরুদ্ধে। পালটা আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল বিধায়কও। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, হুগলির সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন । প্রমাণ ছাড়া নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর চেষ্টা করেছেন লকেট, এমনই অভিযোগ অসিতের । তাই পরিবার-পরিজনের কাছে তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি। বিজেপির সাংসদ তাঁকে এভাবে কালিমালিপ্ত করায় মঙ্গলবার চুঁচুড়া সিজেএম আদালতে মানহানির মামলা দায়ের করেন এই চুঁচুড়ার বিধায়ক ।
তৃণমূল বিধায়কের দাবি, লকেট চট্টোপাধ্যায় বিভিন্নভাবে তাঁকে কালি মাখানোর চেষ্টা করেন । এর আগেও করোনার সময় এফসিআই গোডাউনের মাল চুরির অভিযোগ করেছিলেন লকেট । তখন শুধু বিষয়টি নিয়ে অভিযোগ করেই বিজেপি সাংসদ ছেড়ে দেন বলে অসিত জানান । কিন্তু এবারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে গিয়ে তাঁর দুর্নাম করা হচ্ছে বলে বিধায়কের অভিযোগ । তাতে অসিতের যথেষ্ট সম্মানহানি হচ্ছে বলে তিনি মনে করছেন । তাই এই মানহানির মামলা বলে জানান অসিত মজুমদার ।