চুঁচুড়া (হুগলি), 18 মে : করোনা বিধি না মানলে দোকানদারদের ট্রেড লাইসেন্স বাতিল করার হুমকি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । বিধানসভা নির্বাচনে এবারেও তৃণমূলের হয়ে চুঁচুড়ায় বিধায়ক হয়েছেন তিনি । করোনা সচেতনতার জন্য আগের বছরই ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বিধায়ক অসিত মজুমদার । করোনার দ্বিতীয় ঢেউয়ে তিনি নিজেও সংক্রমিত হন ।
বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর, আজ করোনা নিয়ে সচেতনার জন্য রাস্তায় নামেন অসিত মজুমদার । চুঁচুড়ার বিভিন্ন বাজারে গিয়ে মানুষকে সচেতন করেন । সেই মতো মঙ্গলবার চুঁচুড়া স্টেশন বাজারে যান । সেখানে মাস্ক না পড়ে চলছিল দোকান বাজার ৷ এমনকি সকাল 10টার পরেও খোলা ছিল দোকান বাজার ৷ বিধায়ক অসিত মজুমদার গিয়ে দোকানগুলির শাটার নামিয়ে দেন । কাউকে ধমকও দিতে দেখা যায় তাঁকে ৷ আবার কাউকে দোকান বন্ধ করিয়ে দেওয়ার হুমকিও দিলেন । কার্যত লকডাউনের তৃতীয় দিনে এভাবেই বাজারে ঘুরে মহামারি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন চুঁচুড়ার বিধায়ক ।