পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Defamation Case against Suvendu: চাকরি বিক্রির অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অসিতের - মানহানির মামলা

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি ৷ মামলা করার কথা অসিত আগেই জানিয়েছিলেন ৷

Chunchura MLA Asit Mazumdar
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

By

Published : May 30, 2023, 6:20 PM IST

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অসিতের

চুঁচুড়া, 30 মে: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷ এবার তা সত্যি করে দেখালেন ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি । ভারতীয় দণ্ডবিধির 500(মানহানির জন্য শাস্তি) ও 504(উস্কানি বা প্ররোচনা) ধারায় মামলা করা হয়েছে । মঙ্গলবারই এই মামলা গ্রহণ করেছেন চুঁচুড়া আদালতের এসিজেএম ৷ এমনটাই জানিয়েছেন তৃণমূল সেল তথা বিধায়কের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী ।

মামলা করা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "কেউ আইনের উর্ধ্বে নয় । এর আগে দেখা গিয়েছে রাহুল গান্ধির একটি মন্তব্যের জন্য তাঁকে গুজরাতের আদালত দু'বছরের জেলের সাজা শুনিয়েছে । রাহুলের সাংসদ পদও খরিজ হয়েছে । শুভেন্দুর ক্ষেত্রে কেন হবে না । তিনি চুঁচুড়ার মানুষকে অপমান করেছেন ৷ যে দোষী সে শাস্তি পাবে ৷"

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "উনি এর আগে আমার বিরুদ্ধেও মামলা করেছেন । শুভেন্দুদার বিরুদ্ধে এখন মামলা করছেন । তাঁকে মামলা করেই যেতে হবে । আমরা সত্যিটা বলব । বিজেপি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়ছে । হুগলি লোকসভায় অনেক বিধায়ক মন্ত্রী আছেন যারা দুর্নীতিতে যুক্ত । ইডি সিবিআই তাদের দরজায় কড়া নাড়বে ।"

আরও পড়ুন:শুভেন্দুর চাকরি চুরির পালটা মামলা করার হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিতের

প্রসঙ্গত, গত 22 মে চুঁচুড়ার ঘড়ির মোরের সভা থেকে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী । তিনি দাবি করেন, বিধায়ক বর্ধমানে একশো চাকরি বিক্রি করেছেন। তাঁর কাছে সমস্ত তালিকা রয়েছে । তাঁর আরও দাবি, অয়ন শীলের সংস্থার মাধ্যমে চুঁচুড়া পৌরসভাতেও অসিত 35টি চাকরি বিক্রি করেন । এর প্রতিবাদে পালটা সভা করে তৃণমূল । অসিত মজুমদার পালটা সভা থেকেই জানান, শুভেন্দু অধিকারী তাঁকে অপমান করেছেন । তাঁর বিরুদ্ধে মামলা করবেন তিনি । সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চুঁচুড়া আদালতে মানহানির মামলা করলেন অসিত মজুমদার ।

ABOUT THE AUTHOR

...view details