পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়ি-পালকি নিয়ে বিক্ষোভ চুঁচুড়ায় - chinsurah MLA

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়ি ও পালকি নিয়ে ধিক্কার মিছিল হল চুঁচুড়ায় ৷ মিছিলে অংশ নিয়ে কেন্দ্রকে একহাত নেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ।

chinsurah MLA protested against petroleum products price hike with bullock carts and palanquins
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়ি-পালকি নিয়ে বিক্ষোভ চুঁচুড়ায়

By

Published : Jun 8, 2021, 8:06 PM IST

চুঁচুড়া, 8 জুন : পেট্রল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার খাদিনামোড়ে পেট্রল পাম্পের সামনে গোরুর গাড়ি চেপে ও পালকি নিয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায়, প্রাক্তন উপ পৌরপ্রধান অমিত রায় । কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক ।

আরও পড়ুন :আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

এ দিন অসিত মজুমদার বলেন, "মোদি সরকার আজকের দিনে পেট্রলের দাম লিটারপিছু 96 টাকা, ডিজেলের দাম লিটারপিছু 90 টাকা, কেরোসিনের দাম লিটারপিছু প্রায় 43 টাকা করেছে ৷ রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে রান্নাঘরে আগুন জ্বলে গিয়েছে । প্রতিনিয়ত পেট্রোপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে । বাড়ছে কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছুর দাম ।করোনা টিকা নিয়েও প্রধানমন্ত্রী মানুষকে মেরে ফেলার চক্রান্ত করেছেন । পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ও ভ্যাকসিন দুর্নীতির জন্য ধিক্কার জানাচ্ছি । তাই গোরুর গাড়ি ও পালকি নিয়ে এই প্রতিবাদ । যে হারে জিনিসের দাম বাড়ছে, তাতে মনে হচ্ছে আগের যুগেই ফিরে আসতে হবে আমাদের ।"

গোড়ুর গাড়িতে বিক্ষোভ

2024 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন বলে দাবি করেন তৃণমূল বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

...view details