চুঁচুড়া (হুগলি), 23 সেপ্টেম্বর : মাস্ক পরতে অস্বীকার করায় এক বৃদ্ধকে মারতে উদ্যোত হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ চুঁচুড়া পৌরসভার 15নং ওয়ার্ড করোনা সংক্রমণের জন্য কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷ তাই ওই এলাকায় নাগরিক সচেতনতার জন্য প্রচার অভিযানে বেরন বিধায়ক ৷ তিনি এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীরা পথচলতি লোকজন এবং দোকানদারদের মাস্ক বিলি করছিলেন ৷ একটি চায়ের দোকানে সবাই মাস্ক ছাড়া বসে ছিলেন ৷ তাঁদেরও মাস্ক দিতে যান বিধায়ক ৷ অভিযোগ সেখানে এক বৃদ্ধ মাস্ক না পরে ছিলেন ৷ তাঁকে মাস্ক দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন ৷ বিধায়ক তাঁকে জোর করে মাস্ক পরাতে গেল, তিনি বাধা দেন ৷ এর পরেই বিধায়ক অসিত মজুমদার ওই বৃদ্ধকে মারতে উদ্যোত হন বলে অভিযোগ ৷
তবে, বিধায়ক অসিত মজুমদার তাঁকে শুধুই মারতে উদ্যোত হয়েই থেমে যাননি ৷ অভিযোগ উঠেছে, বিধায়ক এবং তাঁর লোকজন ওই বৃদ্ধকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ৷ এই ঘটনায় বিধায়কের ভূমিকার সমালোচনা করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, ওই বৃদ্ধ মাস্ক পরতে অস্বীকার করায় অন্যায় করেছেন ৷ কিন্তু, একজন জনপ্রতিনিধি হিসেবে অসিতবাবুরও ওই আচরণ শোভা পায় না ৷ আর তাঁকে দেখেই সেখানে উপস্থিত অন্যান্যরা ওই বৃদ্ধের উপর চড়াও হতে যান ৷ ফলে বিষয়টি কখনই সমর্থনযোগ্য নয় বলে মত স্থানীয়দের ৷
আরও পড়ুন : Lovely Maitra: সোনারপুরের ত্রাণ শিবিরে রান্না করলেন বিধায়ক লাভলি মৈত্র