চুঁচুড়া, 6 অগস্ট: চুঁচুড়া হাসপাতালের ভিতরে কুখ্যাত দুষ্কৃতীকে গুলি ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি (Imambara District Hospital)। সূত্রের খবর, চার থেকে পাঁচজন দুষ্কৃতী বিচারাধীন আসামি টোটন বিশ্বাস খুন করতে আসে । টোটন স্বাস্থ্যপরীক্ষা করে ফেরার সময় পেটে গুলি করে । চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তার গুলি বার করে দেওয়া হয় । এখন সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । পরে উন্নয়ন চিকিৎসার জন্য তাকে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । হাসপাতাল থেকে বের করার সময় এক দুষ্কৃতীর নাম উঠে আসে টোটনের মুখে ।
সে জানায়, বাবু পাল নামে এক দুষ্কৃতী তাকে মারার চেষ্টা করেছিল । তবে তাকেও ছাড়বে না বলে জানিয়ে দেয় টোটন । তবে হাসপাতালের মধ্যে দিবালোকে এভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত রোগীরা । পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । তবে এবিষয়ে মুখ খুলতে নারাজ চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত জাভালগি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি ওয়ান সাটার বন্দুক ও একটি ভজালি উদ্ধার হয়েছে । জানা যায়, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে ৷ ইতিমধ্যেই চন্দননগর কমিশনারেটের সিপি তিনি নিজে চন্দননগর হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেন । সিসিটিভি ফুটেজে একজনকে শনাক্ত করা গিয়েছে ৷