চুঁচুড়া, 19 ডিসেম্বর : সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ফোটোশুটের প্রচার ৷ তার মাধ্যমে মোটা টাকা উপার্জনের টোপ ৷ সেই ফাঁদে পা দিয়ে নিজের সোনার গয়না খোয়ালেন এক মহিলা ৷ ব্রাইডাল ফোটোশুটের নামে ওই মহিলার সমস্ত গয়না লুট করে নেওয়ারও অভিযোগ উঠেছে কৃষ্ণ ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে (Fashion Photographer Arrested for Fraud Case) ৷ চুঁচুড়া স্টেশনের কাছে একটি আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Hooghly Fraud Case) ৷
গত দু’বছর ধরে চুঁচুড়ার একটি আবাসনে ভাড়া থাকতেন শিলিগুড়ির বাসিন্দা কৃষ্ণ ঘোষ ৷ সেখানেই বিভিন্ন মডেল শুট করতেন তিনি ৷ মাস চারেক আগে ব্যান্ডেলের বাসিন্দা এক মহিলা চুঁচুড়া থানায় তাঁর গয়না লুটের অভিযোগ জানান ৷ এ বার শনিবার বাগুইআটির 2 মহিলা একই অভিযোগ জানান ওই মডেল ফোটোগ্রাফারের বিরুদ্ধে ৷ তার পরই নড়েচড়ে বসে পুলিশ ৷ মোবাইলের টাওয়ার লোকেশন থেকে অভিযুক্তকে তাঁর চুঁচুড়ার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ (Chinsura Police Arrest Fashion Photographer) ৷ কৃষ্ণ ঘোষ আর কাদের সঙ্গে প্রতারণা করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ ৷