পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুঁচুড়ায় মোবাইল দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে - Child sexually assaulted

Sexual Harassment: মোবাইলে ছবি ও ভিডিয়ো দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন । অভিযোগ স্থানীয় প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে । একাধিক বার এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মারধর করে অভিযুক্তকে ।

Sexual Harassment News
চুঁচুড়ায় মোবাইল দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:21 AM IST

চুঁচুড়া,29 ডিসেম্বর: মোবাইলে ছবি ও ভিডিয়ো দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন । অভিযোগ স্থানীয় প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে । একাধিক বার এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মারধর করে অভিযুক্তকে । ঘটনাটি চুঁচুড়া পৌরসভা এলাকার । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রৌঢ়ের দাবি শিশুকে আদর করছিলেন তিনি । পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রৌঢ়কে গ্রেফতার করেছে । পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে চুঁচুড়া থানার পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাড়িতে বাবা ও মা না থাকার সুযোগে চার বছরের শিশুকে নিজের বাড়িতে নিয়ে যায় এক প্রতিবেশী ।শিশুটির মা পরিচারিকার কাজ করেন । বাবা সবজি বিক্রেতা । কেউ না থাকার সুযোগ নিয়ে মোবাইলে অশালীন ছবি দেখায় শিশুকে । এর আগেও আগেও একবার অভিযুক্ত শিশুর সঙ্গে খারাপ আচরণ করেছিল । শিশুর বাবা তাকে বুঝিয়েছিলেন । সেদিন বাড়ি ফিরে শিশুর কাছ থেকে বাবা জানতে পেরে প্রতিবেশীদের জানান । পরে স্থানীয় মানুষ জন মারধর করে ঐ প্রৌঢ়কে । ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার কর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখানেই অভিযুক্তকে ঘটনার জিজ্ঞাসা করলে তিনি বলেন," আমি শিশুটিকে আদর করছিলাম । আর কিছু করিনি ।"

শিশুর বাবার অভিযোগ, "মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখাত অভিযুক্ত । বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করত । এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । বারণ করে ছিলাম । কিন্তু না শুনে মেয়ের সঙ্গে অশালীন ব্যবহার করে । মেয়ে আমায় সব বলেছে । ওর শাস্তি চাই আমরা ।"

চুঁচুড়া শহর তৃনমূল সভাপতি সঞ্জীব মিত্র বলেন, "এধরনের ঘটনায় অভিযুক্তের শাস্তির প্রয়োজন । পুলিশ তদন্ত করে আইনত যা ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন:

  1. দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুলের কর্মচারী
  2. চুঁচুড়া পৌরসভায় নিয়োগে দুর্নীতি রয়েছে, অভিযোগ তৃণমূলের বিদায়ী ভাইস চেয়ারম্যানের
  3. চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র, গ্রেফতার মূল অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details