আরামবাগ, 30 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও জাতীয় নাগরিকপঞ্জির সমর্থনে মিছিল করে আরামবাগ জেলার BJP সংগঠন ৷ রবিবার আরামবাগ ব্লকের আরন্ডি গ্রামে মিছিল করেন তাঁরা । মিছিলে নেতৃত্বে ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় মাহাত । মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি ৷
''মুখ্যমন্ত্রী আইন, সংবিধান বোঝেন না'', মন্তব্য BJP নেতার - NRC
"এই আইন বিশেষ করে ওই তিনটে দেশের শরণার্থীদের জন্য ৷ যারা ধার্মিক কারণে উৎপীড়িত হয়েছে, যারা ভারতের শরণ নিতে চান তাঁদের জন্য ৷ নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ কাউকে তাড়ানোর জন্য নয় ৷"
মিছিল শেষে তিনি বলেন, "CAA বিল আইনে পরিণত হয়েছে সে জন্য আমরা নরেন্দ্র ভাই মোদির পক্ষ থেকে ধন্যবাদ মিছিল করেছি ৷ এই মিছিল বের করার আরও একটি উদ্দেশ্য আছে ৷ কারণ বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন ৷ তিনি আইন ও বোঝেন না তিনি দেশের সংবিধান ও বোঝেন না কিংবা বুঝেও তিনি বুঝতে চান না । আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো বিলটা একবার পড়ে নিতে ৷ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়াচ্ছেন সেটা বন্ধ করতে।"
আইনের সমর্থনে তিনি আরও বলেন, "এই আইন সম্পূর্ণ শরণার্থীদের জন্য, বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ জন্য বিলটা পাশ করা হয়েছে । এই আইন ভারতের মুসলিম বা হিন্দুদের জন্য না । ওই তিন দেশে যারা ধার্মিক কারণে উৎপীড়িত হয়েছেন, যারা ভারতের আশ্রয় নিতে চান তাঁদের জন্য এই আইন ৷ নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ কাউকে তাড়ানোর জন্য নয় ৷ বিভ্রান্তি ছড়াচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী ৷ এর খেসারত দিতে হবে ৷ ২০২১ এ মানুষ জবাব দেবে।"