পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

''মুখ্যমন্ত্রী আইন, সংবিধান বোঝেন না'', মন্তব্য BJP নেতার - NRC

"এই আইন বিশেষ করে ওই তিনটে দেশের শরণার্থীদের জন্য ৷ যারা ধার্মিক কারণে উৎপীড়িত হয়েছে, যারা ভারতের শরণ নিতে চান তাঁদের জন্য ৷ নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ কাউকে তাড়ানোর জন্য নয় ৷"

Chief Minister does not understand the law
জ্যোতির্ময় মাহাত

By

Published : Dec 30, 2019, 10:36 AM IST

Updated : Dec 30, 2019, 11:24 AM IST

আরামবাগ, 30 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 ও জাতীয় নাগরিকপঞ্জির সমর্থনে মিছিল করে আরামবাগ জেলার BJP সংগঠন ৷ রবিবার আরামবাগ ব্লকের আরন্ডি গ্রামে মিছিল করেন তাঁরা । মিছিলে নেতৃত্বে ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় মাহাত । মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি ৷

মিছিল শেষে তিনি বলেন, "CAA বিল আইনে পরিণত হয়েছে সে জন্য আমরা নরেন্দ্র ভাই মোদির পক্ষ থেকে ধন্যবাদ মিছিল করেছি ৷ এই মিছিল বের করার আরও একটি উদ্দেশ্য আছে ৷ কারণ বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন ৷ তিনি আইন ও বোঝেন না তিনি দেশের সংবিধান ও বোঝেন না কিংবা বুঝেও তিনি বুঝতে চান না । আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো বিলটা একবার পড়ে নিতে ৷ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়াচ্ছেন সেটা বন্ধ করতে।"

দেখুন ভিডিয়ো

আইনের সমর্থনে তিনি আরও বলেন, "এই আইন সম্পূর্ণ শরণার্থীদের জন্য, বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ জন্য বিলটা পাশ করা হয়েছে । এই আইন ভারতের মুসলিম বা হিন্দুদের জন্য না । ওই তিন দেশে যারা ধার্মিক কারণে উৎপীড়িত হয়েছেন, যারা ভারতের আশ্রয় নিতে চান তাঁদের জন্য এই আইন ৷ নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ৷ কাউকে তাড়ানোর জন্য নয় ৷ বিভ্রান্তি ছড়াচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী ৷ এর খেসারত দিতে হবে ৷ ২০২১ এ মানুষ জবাব দেবে।"

Last Updated : Dec 30, 2019, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details