উত্তরপাড়া, 23 ডিসেম্বর:উত্তরপাড়া প্যারি মোহন কলেজের (Raja Peary Mohan College) ছাত্র উৎসব ঘিরে বিশৃঙ্খলা । শানের গান শুনতে ছিল উপচে পড়া ভিড় । গেটের সামনে জড়ো হন কয়েকশো যুবক-যুবতী । ব্যারিকেড ভেঙে হুরমুর করে মাঠে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে আহত হলেন চারজন । দু'জনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যা সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে । বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে পুলিশ (Chaos at Raja Peary Mohan College to Hear Shaan Song)।
এর আগেও কলকাতায় কলেজের অনুষ্ঠানে গায়ক কেকের মৃত্যু হয় । আবারও কলেজে তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল । আর এতেই কটাক্ষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি । কলেজে ছাত্র ইউনিয়ন না থাকলেও কীভাবে বিপুল পরিমাণ টাকা দিয়ে কীভাবে এতো বড় অনুষ্ঠান হয় সেই নিয়ে প্রশ্ন উঠেছে ।
উত্তরপাড়া প্যারীমোহন কলেজে ছাত্র উৎসবের বৃহস্পতিবার শেষ দিন ছিল । সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না , হুগলি শ্রীরামপুর জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুঁইন থেকে রাজ্য ও জেলার তৃণমূলের ছাত্র নেতারা । গায়ক শান আসছেন শুনে হুগলির বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা ভিড় করে, স্থানীয় কিছু মানুষও ভিড় জমান স্কুল মাঠ চত্বরে । উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের মাঠের মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হতেই মাঠ ভর্তি হয়ে যাওয়ায় স্কুলের গেট বন্ধ করে দেয় পুলিশ । বাইরেও তখন থিকথিকে ভিড় । শানের গাড়ি আসতেই গেট খোলে আর মাঠে ঢুকতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় । তা সামলাতে লাঠি উঁচিয়ে তাড়া করে যুবক যুবতীদের । পুলিশ ভিড় হঠিয়ে দেয় ৷ শানের গান শুনতে না পেয়ে বাধ্য হয়ে অনেকেই ফিরে যায় ।