পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mountaineering: অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরির শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালীর

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জয় চন্দনগরের পিয়ালী বসাকের ৷ শুক্রবার সকালে 8,167 মিটার উচ্চতার সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন পেশায় স্কুল শিক্ষিকা এই পর্বতারোহী ৷

Chandannagars Piali Basak Win Highest Peak of Dhaulagiri Mountain Without Oxygen Cylinder
অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরির সর্বোচ্চ শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালীর

By

Published : Oct 1, 2021, 3:59 PM IST

চনন্দনগর, 1 অক্টোবর : অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন চনন্দনগরের পিয়ালী বসাক ৷ প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি ৷ শুক্রবার সকালে ধৌলাগিরি পর্বতমালার 8,167 মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন পিয়ালী বসাক ৷ তিনি পেশায় স্কুল শিক্ষিকা ৷ চন্দননগর কানাইলাল স্কুলে শিক্ষকতা করেন ৷ তাঁর সঙ্গে এই অভিযানে আরও 2 ভারতীয় পর্বতারোহী এবং 4 শেরপা ছিলেন ৷ 2018 সালে মানাসুলু জয় করেছিলেন তিনি ৷ প্রসঙ্গত, তার আগে এভারেস্ট অভিযানে গিয়েছিলেন ৷ সেখানে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর মাত্র 400 মিটার আগে থেকে ফিরে আসতে হয় তাঁকে ৷

পিয়ালী বসাকের বোন জানিয়েছেন, তিনি যে বিনা অক্সিজেন সিলিন্ডারে এই অভিযান করবেন, তা পরিবারের কাউকে জানাননি ৷ পিয়ালীর বোন তমালি বসাক নিজে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিংয়ের কোচিং করান ৷ তবে, নিজে কোনওদিন পর্বতারোহণ অভিযানে যাননি ৷ পিয়ালীর বোন জানিয়েছেন, ছোটবেলা থেকেই পাহাড় পর্বত নিয়ে আগ্রহী ছিলেন দিদি ৷ এভারেস্ট অভিযানে যাওয়ার সময় বিদেশি পর্বতারোহীদের থেকে পিয়ালী জানতে পারেন যে, অক্সিজেন সিলিন্ডার ছাড়াও পর্বতারোহণ করা সম্ভব ৷ এক বিদেশিকে তিনি শরীরে অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে দেখেছিলেন ৷ সেখানে অক্সিজেনের মাত্রা মোটের উপর স্বাভাবিক ছিল ৷ তার পর থেকেই অক্সিজেন ছাড়া পর্বত শৃঙ্গ জয়ের লক্ষ্য স্থির করেছিলেন ৷ কিন্তু, সেটা যে এই অভিযানেই করবেন তা কেউ ভাবতে পারেনি ৷

পর্বতারোহী পিয়ালী বসাক

আরও পড়ুন : Air India : 68 বছর পর জন্মদাতা টাটা গোষ্ঠীর কাছে ফিরল মহারাজা

তবে, পিয়ালীর এই পর্বতের প্রতি ভালবাসা, তাঁদের দেনায় ডুবিয়ে দিয়েছে ৷ পিয়ালী কোনও স্পনসর না পাওয়ায়, ব্যাঙ্ক থেকে 30 লাখ টাকার ঋণ নিয়েছেন ৷ সেই ঋণের ইএমআই এখনও চলছে ৷ সরকারের তরফেও কোনও আর্থিক সাহায্য পাননি পিয়ালী বসাক ৷ কেবল মানাসুলু অভিযানের সময় 75 হাজার টাকা দিয়েছিল সরকার ৷ তবে, সেই টাকায় যে চিড়েও ভিজবে না তা জানতেন পিয়ালী ৷ তবুও, তাঁর পর্বতের প্রতি ভালবাসা পিয়ালীকে দমিয়ে রাখতে পারেননি ৷

আরও পড়ুন : KKR vs PBKS Preview: কেকেআর ম্যাচের আগে বায়ো-বাবল ছাড়লেন গেইল, আত্মবিশ্বাসী নাইট শিবির

ABOUT THE AUTHOR

...view details