চন্দননগর (হুগলি), 19 মার্চ : বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মৃত যুবক (Chandannagar Youth Found Dead after he went with friend from his Home) । পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের । মৃতের নাম সুমন মাঝি (26) । বাড়ি হুগলির সুরেরপুকুর এলাকায় । পরিবারের দাবি, সুমনকে খুন করা হয়েছে । যে বন্ধুর সঙ্গে পোলবা রাজহাটে গিয়েছিলেন সুমন, সেই বন্ধু এখন বাড়িছাড়া । চন্দননগর এলাকাতেই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না । ঘটনার দিন বন্ধুর গাড়ি রেখে নিজের গাড়ি নিয়ে গিয়েছিলেন সুমন । তাঁর বাড়িতেই হাবুল নামে ওই বন্ধুর সেই বাইক রাখা আছে ।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার । সুমন বন্ধু হাবুল খানের সঙ্গে যান হুগলির রাজহাটে একটি হোটেলে ৷ সেখানে রাত পর্যন্ত থাকেন । সন্ধ্যার দিকে সুমনের মা ফোন করে ছেলেকে বাড়ি ফিরে আসতে বলেন । কিন্তু সুমন বাড়ি ফেরেননি ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে অন্য এক বন্ধু খবর দেন যে সুমন চুঁচুড়া হাসপাতালে ভর্তি আছেন ।পরিবারের লোকজন সেখানে যান ৷ পরে সুমনকে ভালো চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় তাঁর মৃত্যু হয় ৷
পরিবারের দাবি, এই ঘটনায় হাবুল কোনও খবর দেননি । পরিবারের সন্দেহ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে । এর সঙ্গে হাবুলই জড়িত । পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে মূল অভিযুক্ত ধরা পড়বে । পোলবা থানায় লিখিতভাবে খুনের অভিযোগ করেছে পরিবার (Family Files Murder Case in Chandannagar Youth Death Case) । পুলিশ তদন্ত শুরু করেছে ।