চন্দননগর, 25 অগাস্ট : কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ ৷ টোটনের সঙ্গী আরও দু'জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ গতরাতে চুঁচুড়া ফার্ম সাইড থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷ টোটনের দুই সঙ্গীর নাম প্রবীর মণ্ডল ও কিশোর বিশ্বাস (লেবু) ৷ তাদের কাছ থেকে 12টি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷
পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী টোটন, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি - টোটন বিশ্বাস
গতরাতে চুঁচুড়া ফার্ম সাইড থেকে টোটন সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে 12টি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷
হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাস ৷ হুমকি, তোলাবাজি ছাড়াও খুনের মামলায় সে জড়িত ৷ চুঁচুড়া ও সংলগ্ন এলাকার প্রমোটার ও ব্যবসায়ীদের হুমকি দিয়ে তোলা তোলার অভিযোগ রয়েছে টোটনের বিরুদ্ধে । ১২ জুলাই এক সঙ্গীর জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়ার রবীন্দ্রনগরে টোটনের ডেরায় জড়ো হয়েছিল হুগলি সহ বিভিন্ন জেলার কুখ্যাত দুষ্কৃতীরা ৷ সেখানে অভিযান চালায় পুলিশ ৷ কিন্তু, পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷
তারপর থেকে নিয়মিত অভিযান চালাতে থাকে পুলিশ । অবশেষে গতরাতে পুলিশের জালে ধরা পড়ে টোটোন ও তার দুই সঙ্গী ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় 4টা 7mm, 5টা 9mm, 2টো ওয়ানশটার, 1 টা কারবাইন ও 36 রাউন্ড গুলি । আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পরেছিল টোটন ।