চন্দননগর, 13 ফেব্রুয়ারি : চুরি যাওয়া, খোয়া যাওয়া তিনশো মোবাইল উদ্ধার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷ এদিন অভিযোগকারীদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় ৷
চুরি যাওয়া তিনশো মোবাইল অভিযোগকারীদের হাতে তুলে দিল চন্দননগর কমিশনারেট - Chandannagar
চন্দননগর পুলিশ প্রায় 1200টি মোবাইল উদ্ধার করে ৷ তার মধ্যে 300টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় ৷
চন্দননগর
আরও পড়ুন : কেমন খেলছেন কেষ্ট দা !
এদিন 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর এক অনুষ্ঠান মঞ্চ থেকে মোবাইলগুলো তুলে দেওয়া হয় অভিযোগকারীদের হাতে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পুলিশ লাইনের সিপি গৌরব শর্মা, ডিসি সুব্রত গাঙ্গুলি, এসিপি সাইবার সেল মৌমিতা সেন ৷ সিপি গৌরব শর্মা মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ৷ তিনি বলেন, "এখনও পর্যন্ত 1200 মোবাইল উদ্ধার করা হয়েছে ৷ আজ তিনশো জনের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় ৷"