চন্দননগর, 17 মে: অন্নপূর্ণা জয়ের পর মাকালু জয় করলেন পিয়ালী বসাক । এই নিয়ে 6টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন হুগলির চন্দননগরের এই পর্বতারোহী । সব কিছু প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এবারেও সফলতা পেয়েছেন তিনি । তাঁর মা স্বপ্না বসাক বলেন, "পিয়ালীর আশা এবার টার্গেট চৌ ইউ । 2022 সালে অক্টোবর-নভেম্বর মাসে নেপালের দিক থেকে চেষ্টা করেছিল এই পর্বতশৃঙ্গ জয়ের কিন্তু 7 হাজার 200 মিটার ওঠার পর মাঝপথে থেকে ফিরে আসতে হয় ওকে । এবার আবার চিনের দিক থেকে শৃঙ্গ জয়ের চেষ্টা করবে । বিভিন্ন বেসরকারি-সরকারি সংস্থা ও প্রিয়াঙ্কা গান্ধি-সহ অনেক শুভাকাঙ্খীই সাহায্য করেছে ওকে ৷ তবে অন্নপূর্ণা সামিটের জন্য প্রিয়াঙ্কা গান্ধি 5 লাখ ও মাকালু জয়ের জন্য 2 লাখ টাকা দিয়েছেন ৷ এর মধ্যে অন্নপূর্ণার সব টাকা জোগাড় হলেও মাকালুর পুরো টাকা এখনও পেমেন্ট করা হয়নি এজেন্সিকে । 3 লক্ষ 30 হাজার টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে । প্রায় 16 লক্ষ টাকার বেশি দেওয়ার কথা এই সামিটে । কীভাবে হবে তা নিয়ে চিন্তায় আছি ৷ সবাইকে বলছি আমার মেয়ের পাশে দাঁড়াতে ৷"
পিয়ালীর অসুস্থ বাবাকে নিয়ে কোনও ক্রমে দিন কাটাচ্ছেন মা স্বপ্না বসাক । তবে মেয়ের এই পর্বতশৃঙ্গ জয় নিয়ে তিনি বলেন, "পিয়ালীর মাকালু জয় নিয়ে উদ্বিগ্ন ছিলাম । দুটি পর্বতারোহণ যথেষ্টই কঠিন শোনার পর থেকে ভয় পাচ্ছিলাম । ওঠা যেমন কঠিন নামার সময়ও দুর্ঘটনার সম্ভাবনা থাকে । কিন্ত পর্বত পাগল মেয়ে কোনও কথাই শুনতে চায় না । এখনও পর্যন্ত সকলের আর্থিক সহায়তার জন্য এতদূর গিয়েছে । আমরা চাই কেন্দ্র ও রাজ্য সরকারিভাবে সাহায্য করুক । তাহলে বিপুল লোনের বোঝা থেকে মুক্তি পাওয়া যাবে ।"
গত 9 মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেড়িয়েছিলেন পিয়ালী । 17 এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (8,091 মিটার) অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করেন । বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরতে হয় পিয়ালীকে । এরপর 27 এপ্রিল ফের যান মাকালু জয়ের জন্য । বুধবার সকাল 7 টা থেকে 8 টা নাগাদ মাকালু (8,481 মিটার) শৃঙ্গ জয় করেন তিনি । প্রথম দিকে জানা যায়নি ৷ তবে পরে এজেন্সি পাইওনিয়ার গ্রুপ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে পিয়ালীর শৃঙ্গ জয়ের কথা ।