চুঁচুড়া, 18 অক্টোবর: দুর্গাপুজোয় মহিলাদের সুরক্ষার জন্য তৎপর থাকবে চন্দননগর কমিশনারেটের উইনার্স বাহিনী ৷ কোনরকম আগ্নেয়াস্ত্র ছাড়াই দুষ্কৃতীদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম রাজ্য পুলিশের মহিলা কর্মীদের নিয়ে তৈরি এই বিশেষ দল ৷ মার্শাল আর্ট থেকে জুডো সবরকম প্রশিক্ষণে প্রশিক্ষিত তাঁরা ৷ সারা বছরই উইনার্স বাহিনী কাজ করলেও, বিশেষ করে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ও অন্যান্য উৎসবে তাঁদের অনেক বেশি সক্রিয় করা হয় ৷ যেখানেই ভিড় হবে, সেখানে মহিলাদের সঙ্গে অপরাধ হওয়ার সম্ভাবনা বাড়ে ৷ সেই সব ভিড়ের মধ্যেই থাকবেন উইনার্সের সদস্যরা ৷
চন্দননগর কমিশনারেটে দু’টি টিমে বিভক্ত আছে উইনার্স বাহিনী ৷ তার মধ্যে চুঁচুড়া ও শ্রীরামপুর মিলিয়ে 20 জন কনস্টেবল পদমর্যাদা সম্পন্ন মহিলা পুলিশকর্মী রয়েছে ৷ একটি টিমে দশ জন করে পাঁচটি বাইকে করে টহল দেন তাঁরা ৷ পুজোর সময় মহিলাদের সঙ্গে ইভটিজিং, ছিনতাই বা যে কোনরকম অপরাধের ক্ষেত্রে সহজেই মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত থাকবেন ৷ অস্ত্র না-থাকলেও হাতকে অস্ত্র করে অনেকজনকে ঘায়েল করার ক্ষমতা রাখে উইনার্স বাহিনী ৷ আর তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগে থাকে স্থানীয় থানাগুলি ৷ কোনরকম বড় অপ্রীতিকর ঘটনার আভাস পেলে যোগাযোগ করা হয় স্থানীয় পুলিশের সঙ্গে ৷ এছাড়া বাহিনীর সঙ্গে চুঁচুড়া হেড কোয়ার্টারের সরাসরি যোগাযোগ থাকে ৷ মহিলা থানার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কাজ করে এই উইনার্স বাহিনী ৷