পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagadhatri Puja 2022: তিনফুটের জগদ্ধাত্রী প্রতিমা বানিয়ে তাক লাগাল চন্দননগরের ছোট্ট শ্রেয়ান - চন্দননগরের ছোট্ট শ্রেয়ান

তিন ফুটের জগদ্ধাত্রী মূর্তি (Jagadhatri Idol) বানিয়ে ফেলল চন্দননগরের ছোট্টো শ্রেয়ান । ব্যান্ডেলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সে ৷ আর এই ঠাকুর তৈরিতে যথেষ্ট উৎসাহীত করেছে তার পরিবার ।

Chandannagar boy made three feet size Jagadhatri idol
Chandannagar boy made three feet size Jagadhatri idol

By

Published : Nov 2, 2022, 6:54 PM IST

চন্দননগর, 2 নভেম্বর:সামাজিক মাধ্যমে দেখে তিন ফুটের জগদ্ধাত্রী মূর্তি (Three feet Jagadhatri idol) বানিয়ে ফেলল ছোট্ট শ্রেয়ান । সে ব্যান্ডেলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র । গত বছর লকডাউনে স্কুল বন্ধ ছিল । বাইরে গিয়ে টিউশন পড়াও ছিল বন্ধ । যা কিছু পড়াশোনা সবটাই অনলাইনে, অর্থাৎ মোবাইলই সঙ্গী ছিল সেসময় ।

তাই চন্দননগরের হরিদ্রাডাঙ্গার বাড়িতে বসেই জগদ্ধাত্রী প্রতিমা তৈরির চিন্তা ভাবনা করে শ্রেয়ান । সেই মতো বাবার সঙ্গে খড়-মাটি নিয়ে এসে ঠাকুর তৈরি করতে থাকে সে । পড়াশোনার সঙ্গে সঙ্গে ইউটিউব দেখে ঠাকুর তৈরি শেখে শ্রেয়ান । চন্দননগরের জগদ্ধাত্রী বিখ্যাত । শ্রেয়ানের মামার বাড়ি চন্দননগর বোরাইচন্ডীতলায় । তাই ছোটো থেকেই জগদ্ধাত্রী দেখে এসেছে সে । বাড়িতে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি করে পুজো করা হয় । পরিবারের মানুষজন তার ঠাকুর তৈরিতে যথেষ্টই উৎসাহী ।

নবমী-দশমী এই দুই দিন পুজো হয় বাড়িতে । যখন চন্দননগর জুড়ে বিশাল বিশাল জগদ্ধাত্রী প্রতিমা ও আলোয় সুসজ্জিত দেবীর আরাধনা মাতবে সবাই, তখন শ্রেয়ানের নিজের ছোটো হাতে তৈরি জগদ্ধাত্রীর আরাধনা করবে সে । সব মিলিয়ে নবমী থেকে হরিদ্রাডাঙায় জগদ্ধাত্রীপুজোয় মাতবে ভট্টাচার্য পরিবার । হুগলি জেলার কুন্তিঘাট নিত্যানন্দপুর থেকে চন্দননগরের হরিদ্রাডাঙায় বছর আটেক আগে চলে আসেন কৃষি দফতরের আধিকারিক কৌশিক ভট্টাচার্য । তাঁর একমাত্র ছেলে শ্রেয়ান । তার বাবা জানান, ছেলে খুব ছোটো থেকেই নিজের কাজ নিজে করে । স্কুলের প্রোজেক্ট থেকে হাতের কাজ সে নিজেই করে । তাই যখন ঠাকুর বানাবে বলে তাঁরা বাধা দেয়নি ।

পড়াশোনার সঙ্গে সঙ্গে ইউটিউব দেখে ঠাকুর তৈরি শেখে শ্রেয়ান

চন্দননগরের গঙ্গাপারের একটি ইট ভাঁটা থেকে মাটি এনে দেওয়া হয় শ্রেয়ানকে । সাজ আনা হয় কাপাসডাঙা থেকে । গ্রামের বাড়িতে তাদের সাড়ে চারশো বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে । কালিপুজোও হয় । বাড়িতে ঠাকুর তৈরি করেন মৃৎশিল্পীরা । সেই কাজ মন দিয়ে দেখত শ্রেয়ান । আর বাকিটা অনলাইনে দেখে অনেকটাই রপ্ত করেছে সে (Jagadhatri Puja 2022) ।

তিন ফুটের জগদ্ধাত্রী মূর্তি

আরও পড়ুন:অষ্টমীতে চন্দননগরে কুমারী রূপে পূজিত হল চুঁচুড়ার অদ্রিজা

ঠাকুমা গয়না গড়িয়ে দিয়েছেন মা জগদ্ধাত্রীর জন্য । শ্রেয়ানের দাদু ও মামা পুরোহিত । তারাই পুজো করে দেন । শ্রেয়ান জানায়, একমাস সময় লেগেছে জগদ্ধাত্রী ঠাকুর গড়তে তাঁর । বাবার সঙ্গে গিয়েই ঠাকুরের জিনিসপত্র কিনে এনেছে সে । পড়াশোনার ফাঁকে দুপুরে ঠাকুর তৈরি করে শ্রেয়ান । সম্পূর্ণ নিজেই মূর্তি তৈরি করেছে সে। যদিও অন্যান্য বিষয়ে পরিবারের সকলে সাহায্য করেছে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details