হুগলি, 26 মে : ঘূর্ণিঝড় যশের প্রভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলায় হুগলিতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ৷ সেই সঙ্গে রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বিশেষ করে আরামবাগ খানাকুল ও পরশুরা সহ বেশ কিছু এলাকায় বিশেষভাবে নজরদারি চলছে । কেন্দ্রীয় বাহিনীর 70 জনের একটি দলকে সেখানকার নেতাজি মহাবিদ্যালয়ে প্রস্তুত রাখা হয়েছে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর এলে তাঁদের দ্রুত সেখানে পাঠানো হবে ৷
সেই সঙ্গে পরশুরায় জেলা প্রশাসনের তরফে রাজ্যের বিপর্যয় মোকাবিলার একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে ৷ তাছাড়া প্রতিটি ব্লকে বিপর্যয় মোকালবিলার জন্য 12 জনের একটি করে দল রয়েছে ৷ ব্লক ও পঞ্চায়েত অনুযায়ী কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই বিভিন্ন ব্লকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে বাসিন্দাদের । যাতে টালি ও টিনের চাল উড়ে গেলে, মাথা গোঁজার জন্য বিকল্প ব্যবস্থা করা যায় ৷