হুগলি, 13 অক্টোবর : ATM থেকে টাকা লুট করার অভিনব কায়দা ধরা পড়ল CCTV-র ফুটেজে । ঘটনাটি উত্তরপাড়া কলেজ মোড়ে G T রোডের। সেখানে একটি রক্ষীবিহীন বেসরকারি ব্যাঙ্কের ATM কাউন্টার রয়েছে। সেই কাউন্টার থেকে টাকা তুলতে গিয়ে টাকা পাচ্ছিলেন না গ্রাহকরা। অথচ ডেবিট কার্ড পাঞ্চ করার পর টাকা ডেবিট হয়ে যাচ্ছিল । গত কয়েকদিনে এরকম কয়েকটি ঘটনা সামনে আসতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশকে জানায়। উত্তরপাড়া থানার পুলিশ আজ ATM-র CCTV ফুটেজ খতিয়ে দেখে । সেখানেই এক যুবককে ATM খুলতে দেখা যায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। ফুটেজ দেখে তদন্তে নেমেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ।
অভিনব কায়দায় ATM থেকে টাকা গায়েব, ধরা পড়ল CCTV ফুটেজে - অভিনব কায়দায় ATM থেকে টাকা গায়েব
অভিনব কায়দায় ATM থেকে টাকা লুট ৷ উত্তরপাড়া কলেজ মোড়ে একটি বেসরকারি ব্যাঙ্কের ATM কাউন্টার থেকে এই টাকা লুট করত দুষ্কৃতীরা ৷ CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷
টাকা গায়েব করার ছবি ধরা পড়েছে CCTV তে
ফুটেজে দেখা যায় একজন ATM কাউন্টারে ঢুকে মেশিনের নিচের অংশ খোলে। কার্ড ঢুকিয়ে মেশিন অপারেশানের পর যে ট্রেতে টাকা এসে পড়ে সেই ট্রের উপরে একটা প্লেট রেখে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে অন্য একজন ATM-এ ঢুকে সেই প্লেট সরিয়ে টাকা নিয়ে বেরিয়ে যায়। গ্রাহক টাকা তুললেও সেই টাকা কিয়স্ক থেকে না বেরিয়ে ওই প্লেটের তলায় পড়ে থাকত ৷ তাই গ্রাহক বুঝতেই পারত না টাকা বের হল কি না। মেশিন না ভেঙে অভিনব কায়দায় ATM ফাঁকা করছিল দুষ্কৃতীরা।