ব্যান্ডেল, 30 জুন : তৃণমূল নেতা দিলীপ রাম খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন তাঁর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নীতু সিং । দোষী যেই হোক তার ফাঁসির দাবি জানিয়েছেন তিনি । এদিকে খুনের ঘটনার পর আজই চুঁচুড়া থানার IC- নিরুপম ঘোষকে বদল করা হল । সেইসঙ্গে বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও ।
নীতু সিং বলেন, "আমার স্বামী তৃণমূল করত । আমরাও করি । আমি দিদিকে অনুরোধ করব ঘটনার CBI তদন্ত হোক । দোষী যেই হোক তার ফাঁসি চাই ।" দিলীপবাবুকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে না কি কোনও দুষ্কৃতী এর সঙ্গে জড়িত ? এই প্রশ্নের উত্তরে অবশ্য নীতু বলেন, "দু'টোই হতে পারে । পার্টি থেকেও হতে পারে । আমার স্বামী সামুন্দ্রি যাদব নামে একজনের কথা বলত । এবার আপনারা খুঁজে বার করুন কে করেছে ?" পুলিশের ওপর আস্থা আছে কি ? নীতু বলেন, "24 ঘণ্টা হয়ে গেছে । এখনও কিছু করতে পারেনি । চলতি মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।"