পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের বাড়িতে চুরি, অভিযোগ দায়ের 12 ঘণ্টা পর - পুলিশের বাড়িতে চুরি

হুগলির ধনেখালিতে এক পুলিশ অফিসারের বাড়িতে লক্ষাধিক টাকাসহ গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । ধনেখালি থানায় অভিযোগ দায়ের হল তবে তা 12 ঘণ্টা পর ।

ভাঙা হয়েছে দরজা

By

Published : Oct 13, 2019, 7:17 PM IST

ধনেখালি, 13 অক্টোবর : পুলিশ অফিসারের বাড়িতে লক্ষাধিক টাকা ও গয়না চুরি ৷ অভিযোগ দায়ের হল 12 ঘণ্টা পর ৷ হুগলির ধনেখালি থানার নারায়ণপুরের ঘটনা ।

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার SI সুপ্রিয় রং । তিনি সপরিবারে থাকেন টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে । তাঁর বাড়ি ধনেখালির নারায়ণপুরে । তাঁর নারায়ণপুরের বাড়ি গতরাতে ফাঁকাই ছিল । ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা আলমারি ভেঙে সোনার গয়না সহ প্রায় চার লাখ টাকা নিয়ে চম্পট দেয় ।

সুপ্রীতি রঙের বক্তব্য

আজ সকালে সুপ্রিয়বাবুর ভাইয়ের স্ত্রী সকালে ঘর পরিষ্কার করতে এসে দেখেন বাড়ির দরজা-জানালা ভাঙা । জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে । ভাঙা আলমারিও । সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিয়বাবুর স্ত্রী সুপ্রীতি দেবীকে ফোন করেন । আজ সকাল 11টা নাগাদ সপরিবারে নারায়ণপুরের বাড়িতে আসেন সুপ্রিয়বাবু । খবর দেওয়া হয় ধনেখালি থানায় । 12 ঘণ্টা পর দায়ের হয় অভিযোগ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে নমুনা সংগ্রহ করে ।

সুপ্রীতি দেবী বলেন, "আমরা টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারে থাকি । মাঝে মাঝে নারায়ণপুরের বাড়িতে আসি । বাড়ির দেখাশোনা করেন আত্মীয়া । আজ সকালে তিনিবাড়িতে পরিষ্কার করতে এসে দেখেন দরজা জানালা সব ভাঙা । ফোন করে জানাতেই বাড়ি আসি । আলমারি ভেঙে সোনার গয়নাসহ নগদ মিলিয়ে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে । ধনেখালি থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে দেখে যায় ।" চুরি হওয়ার প্রায় 12 ঘণ্টা পর অভিযোগ দায়ের হওয়ায় উঠেছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details