হুগলি, 19 মার্চ : পুলিশের নাকা চেকিংয়ে সময় বার ডান্সার সহ গাড়ি ও টাকা উদ্ধার । ঘটনাটি ঘটেছে পোলবার সুগন্ধার দিল্লি রোডে । নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা প্রবণ এলাকা গুলিতে নিয়মিত নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নির্বাচন কমিশনের টিম ।
বুধবার চুঁচুড়ায় গাঁজা উদ্ধার পরই আরও ততপর হয়ে ওঠে এই টিম । হুগলির বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা নাকা তল্লাশি চালাচ্ছিলেন । এদিন সন্ধ্যায় কলকাতার দিক থেকে আসা একটি স্করপিও গাড়িকে আটক করে পুলিশ । গাড়িতে আট জন তরুণীকে দেখে সন্দেহ হয় পুলিশের । তারপরই গাড়িটিকে তল্লাশি শুরু করে । গাড়ির পিছনে সিটের তলায় থেকে বেরিয়ে আসে নোটের বান্ডিল ।