শ্রীরামপুর, 10 জানুয়ারি : নৈহাটি বিস্ফোরণে যে ধরা পড়েছে সে তৃণমূলেরই কর্মী, বললেন দিলীপ ঘোষ ৷ আজ CAA-এর সমর্থনে শ্রীরামপুরে অভিনন্দন যাত্রা করে BJP ৷ শ্রীরামপুরের মহেশ থেকে শুরু হয়ে শ্রীরামপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেওড়াফুলি ফাঁড়িতে মিছিল শেষ হয় ৷ মিছিলে হুডখোলা গাড়িতে ছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তাঁকে নৈহাটির বিস্ফোরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা ৷ দিলীপবাবু বলেন, "যে ধরা পড়েছে সে তৃণমূলের একজন সক্রিয় কর্মী ।"
নৈহাটি বিস্ফোরণে ধৃত ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী : দিলীপ - Hoogly
নৈহাটি বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ ৷
![নৈহাটি বিস্ফোরণে ধৃত ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী : দিলীপ caa-support-rally-in-srirampur-by-bjp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5664690-734-5664690-1578663936398.jpg)
তাঁর আরও সংযোজন, "সরকারকে বলব মানুষের জীবনের দায় আপনাদের উপরে । মানুষ যাতে নিশ্চিন্তে, শান্তিতে, নির্ভয় থাকতে পারে তার ব্যবস্থা করুন । একাধিকবার এই ধরনের বিস্ফোরণ ঘটেছে । তার পিছনে কারা বা কে আছে সেটা সামনে আনার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের প্রয়োজন ৷ এদের নিজেদের লোকেরাই এতে যুক্ত । যে ধরা পড়েছে সে তৃণমূলের একজন সক্রিয় কর্মী । সর্ষের মধ্যেই ভূত আছে । তাই কেন্দ্রের কাছে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানোর আবেদন জানাব ৷ এখান থেকে বাজির নামে যেসব বোমা তৈরি হয় সেগুলি বাংলার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ৷"