পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু’দফায় দোকান, বাজার খুলতে গিয়ে সমস্য়ায় ব্য়বসায়ীরা - হুগলি

আংশিক লকডাউনে দু’দফায় দিনে দু’বার দোকান ও বাজার খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷ যা মানতে গিয়ে সমস্য়ায় পড়েছেন হুগলির বিভিন্ন এলাকার ব্য়বসায়ীরা ৷ তাঁদের আবেদন, এর পরিবর্তে নির্দিষ্ট সময়ের জন্য একটানা কয়েক ঘণ্টা দোকান খুলতে দেওয়া হোক ৷

wb_hgl_The problem of tying time in Corona is a trader_7203418
দু’দফায় দোকান, বাজার খুলতে গিয়ে সমস্য়ায় ব্য়বসায়ীরা

By

Published : May 1, 2021, 7:21 PM IST

চুঁচূড়া, 1 মে :করোনা পরিস্থিতিতে জারি হয়েছে আংশিক লকডাউন ৷ সেই অনুযায়ী, হুগলিতেও বাজার, হাট নিদির্ষ্ট সময়ের মধ্যেই বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ৷ তা মেনে উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচূড়া-সহ একাধিক জায়গায় সকালে দোকান খোলা হলেও দশটার মধ্যেই সব বন্ধ হয়ে যায় ৷

ক্রেতা ও বিক্রেতাদের নয়া নিয়ম সম্পর্কে সচেতন করতে পুলিশ বিভিন্ন জায়গায় মাইকিং শুরু করেছে সকাল থেকেই ৷ তবে সরকারি নির্দেশিকায় বিপাকে পড়েছেন চুঁচুড়া ঘড়ি মোড়, মাহেশের বাজার-সহ বিভিন্ন এলাকার ব্য়বসায়ীরা ৷ এমনিতে এই সব এলাকায় সকাল দশটায় দোকান খোলে ৷ সেই জায়গায় প্রশাসনের নির্দেশ অনুযায়ী সকাল দশটার মধ্যে দোকান বন্ধ করে দিতে হচ্ছে ৷

ঘড়ি মোড়ের দোকানদারদের দাবি, এই তিন ঘণ্টা সময়ে অনেকের বউনিই হচ্ছে না ৷ দোকান খুলতে ও বন্ধ করতেই এক ঘণ্টা সময় কেটে যায় ৷ এদিন সকাল দশটার পর বহু দোকান খোলা থাকলেও চুঁচুড়া থানার পুলিশ এসে মাইকিং শুরু করতেই দোকান বন্ধ করতে শুরু করেন ব্য়বসায়ীরা ৷ একই ছবি ধরা পড়ে স্থানীয় খড়ুয়া বাজারেও ৷

বউনির আগেই দোকান বন্ধ করে দিতে হচ্ছ ব্য়বসায়ীদের ৷

আরও পড়ুন :আংশিক লকডাউনে ক্ষতির আশঙ্কায় বেসরকারি বাস বন্ধের সম্ভাবনা

বিক্রেতারা আংশিক লকডাউনকে সমর্থন করলেও যেভাবে দিনে দু’দফায় দোকান-বাজার বন্ধ ও খোলার নির্দেশ দেওয়া হয়েছে, তা মানতে পারছেন না তাঁরা ৷ তাঁদের আবেদন, এর পরিবর্তে নির্দিষ্ট সময়ের জন্য একটানা কয়েক ঘণ্টা দোকান খুলতে দেওয়া হোক ৷ প্রশাসন এই আবেদন না মানলে তাঁদের পক্ষে আপাতত দোকান বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা ৷

ABOUT THE AUTHOR

...view details