পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনের ধাক্কায় মৃত ষাঁড়, দেড় ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল - train service disrupted

ট্রেনের ধাক্কায় ষাঁড়ের মৃত্যু। যার জেরে ব্যাহত ট্রেন চলাচল। দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাস্থানের ছবি

By

Published : Apr 12, 2019, 10:00 AM IST

তারকেশ্বর, 12 এপ্রিল : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ষাঁড়ের। এর ফলে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। তারকেশ্বরের লোকনাথ স্টেশনের ঘটনা।

হাওড়া থেকে ভোর 4টে 22 মিনিটের গোঘাট লোকাল লোকনাথ স্টেশনে ঢোকার সময় রেল ব্রিজের নিচে ষাঁড়টি আটক পড়ে। ট্রেনে কাটা পড়ে মারা যায় ষাঁড়টি। এর ফলে ট্রেন চলাচল দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকে। ঘটনাস্থানে পুলিশ আসে। মৃত ষাঁড়ের দেহ সরিয়ে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকালেই এই দুর্ঘটনার ফলে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়ে। তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েন অফিস যাত্রীরাও। তারকেশ্বর হাওড়া শাখায় বিভিন্ন স্টেশনে আপ এবং ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়েছিল। দেড় ঘণ্টা পর আপ এবং ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ABOUT THE AUTHOR

...view details