পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তারকেশ্বরে তৃণমূল প্রার্থীর মিছিলে ষাঁড়ের গুঁতো, জখম ৭ - hoogly

তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থী অপরূপা পোদ্দারের মিছিলে হামলা চালাল তারকেশ্বর ধামের দু'টি ষাঁড়। এই ঘটনায় ৭ জন জখম হয়েছেন। তাঁরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ষাঁড়ের গুঁতোতেই জখম হন ৭ জন

By

Published : Apr 2, 2019, 10:54 PM IST

Updated : Apr 2, 2019, 11:50 PM IST

তারকেশ্বর, ২ এপ্রিল : তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দারের মিছিলে হামলা চালাল দু'টি ষাঁড়। এই ঘটনায় ৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। তাঁরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বিকেল সাড়ে পাঁচটায় তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন অপরূপা পোদ্দার। ধামসা মাদল বাজিয়ে মিছিলটি পদ্মপুকুর মোড়ে আসতেই তারকেশ্বর ধামের দু'টি ষাঁড় মিছিলে ঢুকে হামলা চালায়। এরপরই মিছিলের কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মিছিল ছত্রভঙ্গ হয়। এই ঘটনায় ৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে রেনু দে ও সোমা ভট্টাচার্য গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, ধামসা মাদলের আওয়াজ শুনেই ষাঁড় দুটি মিছিলে ঢুকে পড়ে। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত ও তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বপন সামন্ত বলেন, "৭ মহিলা জখম হয়েছেন। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দু'জন হাসপাতালে ভরতি। এর আগেও এলাকায় ষাঁড়ের হামলায় অনেকে জখম হয়েছেন। এমনকী মৃত্যুও ঘটেছে। এবিষয়ে মন্দির কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেব যাতে এমন ঘটনা আর না ঘটে।

Last Updated : Apr 2, 2019, 11:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details