কোন্নগর, 24 মার্চ: লকডাউন কার্যকর করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। আটক করা হল কোন্নগরের তৃণমুল কাউন্সিলরকে । এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, আইন না মানলে পুলিশ ব্যবস্থা নেবে । কাউকে রেয়াত করা হবে না । যদিও তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব তাঁর আটক হওয়ার কথা অস্বীকার করেছেন।
লকডাউনের মাঝেও আজ কোন্নগরের ১২১ নম্বর ইন্দিরা গান্ধি রোডে দেশপ্রাণ নামের একটি মিষ্টি দোকান খোলা ছিল । পুলিশ খবর পেয়ে ওই দোকান বন্ধ করতে এলেই বিপত্তি বাধে। উত্তরপাড়া থানার পুলিশকে বাধা দেন কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব । অভিযোগ, শুধু বাধা নয়, পুলিশকে রীতিমতো হেনস্থাও করেন ওই কাউন্সিলর ।