কামারকুণ্ডু (হুগলি), 31 জুলাই : মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম দীপক মাহাত (17) । পেশায় ঠিকা শ্রমিক দীপকের বাড়ি নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায় । ঘটনাটি হুগলির কামারকুণ্ডু এলাকার ।
মোবাইল চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন - hoogly
কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল হুগলির কামারকুণ্ডুতে । মোবাইল চোর সন্দেহে মারা হয় তাকে ।
বেশ কয়েকদিন ধরেই কামারকুণ্ডুতে রেল লাইনের কাজ চলছে । সেই কাজের দায়িত্বে আছে ঠিকাদাররা । সেই ঠিকাদারের অধীনেই কাজ করত দীপক । গতরাতে এক ঠিকাদার সুপারভাইজ়ারের তাঁবুতে ঢোকে দীপক । সুপারভাইজ়ার অভিযোগ করে, দীপক তার মোবাইল চুরি করতেই তাঁবুতে ঢুকেছিল । এরপর অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে এসে দীপককে একটি খুঁটিতে বেঁধে ফেলে সুপারভাইজ়ার । বেধড়ক মারধর করা হয় ।
ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা এসে দীপককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় দীপকের । জানা গেছে মুর্শিদাবাদ, বীরভূমের পাঁকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 50 জন কর্মী দীপকের সঙ্গে কাজ করত কামারকুণ্ডুতে । ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে তাদের মধ্যে অনেকজন । কয়েকজনকে অবশ্য স্থানীয়রা আটকে রেখে পুলিশকে খবর দেয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি এক কিশোর কী করে ঠিকা শ্রমিক হিসেবে কাজে যোগ দিল, তাও খতিয়ে দেখছে পুলিশ ।