খানাকুল, 17 এপ্রিল : খানাকুলের কিশোরপুর গ্রামে BJP কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ। গতকাল রাতে হামলা চালানো হয়। এছাড়া একাধিক দোকান ও একটি পোস্ট অফিস ভাঙচুর করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় BJP নেতৃত্বের দাবি, তাদের কর্মী মণিশংকর জানার দোকান ভাঙচুর করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজনের দোকান ভেঙে দিয়েছে। রাতের অন্ধকারে এসব করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিশোরপুর-1 পঞ্চায়েত প্রধান সন্দীপ বরের নেতৃত্বেই চলেছে হামলা। ঘটনায় সন্দীপ-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।