পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খানাকুলে BJP কর্মীদের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল - tmc

খানাকুলের কিশোরপুর গ্রামে BJP কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

বোমাবাজি

By

Published : Apr 17, 2019, 12:06 PM IST

Updated : Apr 17, 2019, 12:57 PM IST

খানাকুল, 17 এপ্রিল : খানাকুলের কিশোরপুর গ্রামে BJP কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ। গতকাল রাতে হামলা চালানো হয়। এছাড়া একাধিক দোকান ও একটি পোস্ট অফিস ভাঙচুর করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয় BJP নেতৃত্বের দাবি, তাদের কর্মী মণিশংকর জানার দোকান ভাঙচুর করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজনের দোকান ভেঙে দিয়েছে। রাতের অন্ধকারে এসব করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিশোরপুর-1 পঞ্চায়েত প্রধান সন্দীপ বরের নেতৃত্বেই চলেছে হামলা। ঘটনায় সন্দীপ-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

BJP কর্মীদের দোকানে ভাঙচুর, বোমাবাজি

এদিকে, খানাকুল থানার পুলিশও জানিয়েছে BJP-র তরফে বোমাবাজির কোনও অভিযোগ আনা হয়নি। যদিও BJP নেতৃত্বের কথায়, বোমাবাজির অভিযোগ জানানো হয়েছে।

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল। সম্প্রতি সেখানে শক্তিবৃদ্ধি করেছে BJP। তাই, কর্মীদের মনোবলে চিড় ধরাতেই এই হামলা বলে অভিযোগ করেছেন স্থানীয় BJP নেতারা।

6 নভেম্বর নির্বাচন আরামবাগে। গত নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার। এবারও তৃণমূল প্রার্থী তিনি। BJP-র প্রার্থী তপন রায়।

Last Updated : Apr 17, 2019, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details