পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের কর্মীর দোকানে বোমাবাজি, অভিযোগের তির বিজেপির দিকে - তৃণমূলের কর্মীর দোকানে বোমাবাজি,3

বৃহস্পতিবার গভীর রাতে দোকানটিকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ।

তৃণমূলের কর্মীর দোকানে বোমাবাজি
তৃণমূলের কর্মীর দোকানে বোমাবাজি

By

Published : May 7, 2021, 6:53 PM IST

গোঘাট, 7 মে : তৃণমূলের কর্মীর দোকানে বোমাবাজির অভিযোগে ৷ ঘটনাটি গোঘাট 1নং ব্লকের সাওড়া অঞ্চলের সাওড়া বাজারে ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ।

বৃহস্পতিবার গভীর রাতে দোকানটিকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ।
ওই তৃণমূলের কর্মীর অভিযোগ, শুক্রবার সকালে দোকান খোলার সময় দেখা যায় দোকানে বোমাবাজি করা হয়েছে । দোকানের যাবতীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ৷ দোকানের চালের একাংশ বোমার অভিঘাতে উড়ে গিয়েছে । আমি বিষয়টি থানায় ও উচ্চ নেতৃত্বকে জানিয়েছি ।

আরও পড়ুন : মারা যাননি ছোটা রাজন, তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক

যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলেই এই ঘটনা । এর সঙ্গে বিজেপি কোনও ভাবে জড়িত নয় । ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details