পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত BJP - goghat BJP and TMC calsh

গোঘাটে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷

বোমাবাজি

By

Published : Aug 5, 2019, 2:53 PM IST

Updated : Aug 5, 2019, 3:22 PM IST

গোঘাট, 8 অগাস্ট : তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি । অভিযোগ BJP-র বিরুদ্ধে । গোঘাট থানা এলাকার ঘটনা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গোঘাট থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

অভিযোগ, গতরাতে গোঘাটের তৃণমূল কর্মী চন্দন ঘোষের বাড়িতে বোমাবাজি করে BJP আশ্রিত দুষ্কৃতীরা ৷ কয়েকদিন আগেই তারা চন্দনবাবুর বাড়ি ভাঙচুর করে ৷ লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই BJP কর্মীরা তার উপর বারবার হামলা চালাচ্ছে বলে অভিযোগ ৷

ভিডিয়োয় শুনুন চন্দন ঘোষ ও বিমান ঘোষের বক্তব্য

অন্যদিকে, এবিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "চন্দন দাবি করছেন তাঁর বাড়িতে বোমাবাজি হয়েছে ৷ অথচ বাড়িতে বোমার কোন চিহ্ন নেই ৷ শুধু দু-একটা টোটা, বারুদ পড়েছিল । এই ঘটনার সঙ্গে BJP যুক্ত নয় । চন্দন এলাকার মানুষের কাছ থেকে তোলাবাজি করত এবং ওদের দলের একাংশ ওর উপর ক্ষিপ্ত । এর ফলেই এই ঘটনা ঘটেছে ।"

Last Updated : Aug 5, 2019, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details