চুঁচুড়া, 6 মার্চ : চুঁচুড়ার তিন নম্বর গেট সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ ৷ মৃতের নাম সুমিত সরকার (24) ৷ গতরাতে মৃতদেহটি উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, চুঁচুড়ার আয়মা কলোনিতে বাড়ি সুমিতের ৷ মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে সুমিতকে ৷ গোটা ঘটনায় সুমিত সিংহ ওরফে ভুটুন, অভিজিৎ দাস ওরফে নাটা নামের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
গতরাতেই মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ ৷ স্থানীয় সূত্রে খবর, জলাশয়ের পাশের রাস্তায় চাপ চাপ রক্তের দাগ লেগেছিল ৷ সেখান থেকে উদ্ধার হয় একটি ভাঙা উইকেটের টুকরো ও মোবাইল ফোন ৷ পুলিশের প্রাথমিকভাবে অনুমান, পিটিয়ে খুনের পর জলাশয়ে ফেলে দেওয়া হয় সুমিতের দেহ ৷
সুমিতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন পনেরো আগে চুরির দায়ে সুমিতকে আটক করেছিল পুলিশ । তারপর থেকে থানায় হাজিরা দিচ্ছিল সে ৷ কিন্তু, বিয়ে বাড়ি যাওয়ার কারণে চারদিন ধরে হাজিরা দিতে পারেনি । গতকাল বিকেলে বাড়ি ফিরছিল ৷ কিন্তু, বাড়ি ফেরেনি ৷ রাতে জলাশয় থেকে দেহ উদ্ধার হয় ৷
ভিডিয়োয় মৃত যুবকের মায়ের বক্তব্য... সুমিতের দাদা বিশ্বনাথ সরকারের অভিযোগ, "আমার ভাইকে মদ খাইয়ে এখানে ডেকে এনে খুন করা হয়েছে ।" সুমিতের মায়ের অভিযোগ, একাধিক জনের সঙ্গে শত্রুতা ছিল তাঁর ছেলের ৷ তার জেরেই হয়ত খুন করা হয়েছে ৷
খুনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত করেছে শুরু করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গতরাতে প্রায় 11 টা নাগাদ মারা যায় সুমিত ৷ অনুমান, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে ৷