হিন্দমোটর, 27 সেপ্টেম্বর : হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । উমেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অনিরুদ্ধ সরফ (20) । গতকাল দুপুরে বাড়ি থেকে বের হন । তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি । পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।
দীর্ঘদিন বন্ধ হয়েছে এই কারখানা । কোয়ার্টারে অনেক অংশে আলোর ব্যবস্থা নেই । বারবার আলোর দাবি করলেও আলো লাগানো হয়নি বলে অভিযোগ । তবে কারখানার ভিতর প্রবেশ নিষিদ্ধ হয়নি । নিরাপত্তারক্ষীরা থাকার পরেও কীভাবে অনিরুদ্ধ সেই পুকুরে নামলেন, উঠেছে সেই প্রশ্নই । নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ।
হিন্দমোটর নিউ স্টেশন রোডের বাসিন্দা ছিলেন অনিরুদ্ধ । শনিবার দুপুরে ফোন করে ডাকেন বন্ধুরা । হিন্দমোটর অ্যাম্বাসাডর কারখানার ভিতরে পুকুরে স্নান করতে নামেন । স্থানীয় বাসিন্দারা দেখেন, জলাশয়ের পাশে কয়েকজন যুবক উদভ্রান্তের মতো ঘুরছেন । কী হয়েছে জানতে চান । তাঁরা জানান, অনিরুদ্ধ জলে তলিয়ে গেছেন । পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ।