শ্রীরামপুর, 25 অক্টোবর: হুগলির শ্রীরামপুর থানা এলাকায় সুরকি ঘাটের কাছে উদ্ধার হল বাবা ও ছেলের দেহ ৷ মৃতদের পরিচয় রাজীব নায়েক (40) এবং রুদ্র নায়েক (10) ৷ দশমীর দিন দুপুরে মঙ্গলবার দুপুরে সুরকি ঘাটে বাবা ও ছেলে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, সেলফি তুলছিলেন জলে নেমে ৷ সেই সময় জোয়ার আসায় রুদ্রু ভেসে যায়, তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান রাজীব নায়েক নিজেও ৷ আজ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকাজের সময় ঘাট থেকে কিছুটা দুরে বাবা ও ছেলের দেহ ভেসে উঠতে দেখেন ৷
পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুর প্রভাস নগর এলাকার ধোবিয়াপাড়ার বাসিন্দা রাজীব নায়েক ৷ তিনি দশমীর দিন দুপুর নাগাদ 10 বছরের ছেলেকে নিয়ে গঙ্গারঘাটে স্নান করতে গিয়েছিলেন ৷ সেখানে ছেলে রুদ্র আবদার করে গঙ্গায় সেলফি তোলার জন্য ৷ সেই মতো ঘাটের পাড়ে মোবাইল নিয়ে সেলফি তোলেন তিনি ৷ মোবাইল রাখতে উপরে ওঠার সময় জোয়ার আসে ৷ আর জোয়ারের টানে ভেসে যেতে থাকে রুদ্র ৷ ছেলেকে বাঁচাতে রাজীব জলে ঝাঁপ দেন ৷ কিন্তু, জোয়ারের টানে দু’জনেই ভেসে যান ৷
এই ঘটনা সম্পর্কে পরিবারের কেউ অবগত ছিলেন না ৷ কিছুক্ষণ পর পরিবারের লোকজন রাজীবকে ফোন করেন ৷ তখন একজন ফোন তুলে পুরো ঘটনা জানান ৷ এর পরেই পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ও পৌরসভার তৎপরতায় বিপর্যয় মোকাবিলা দফতর বোট নামিয়ে তল্লাশি শুরু করে ৷ দুপুর থেকে রাতভর তল্লাশি চালানো হয় ৷ কিন্তু, দু’জনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি ৷ আজ দুপুরে সুরকি ঘাটে খোঁজ চালানো হয় ৷ ঘাট থেকে কিছুটা দুরে দু’টি দেহ ভাসতে দেখে উদ্ধারকারী দল ৷
আরও পড়ুন:হিন্দমোটরে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন 3 জন!
দেহ দু’টিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয় ৷ এর পর পরিবারের সদস্যদের খবর দিলে, তাঁরা রাজীব নায়েক এবং তাঁর ছেলে রুদ্র নায়েকের দেহ শনাক্ত করেন ৷ এর আগে মহালয়ের দিনে উত্তরপাড়ার একটি ঘাটে বানের জলে তলিয়ে যান বেশ কয়েকজন ৷ প্রশাসনের তরফে ঘাটগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নিলেও, গতকাল এই দু’জন তলিয়ে যান ৷ শ্রীরামপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাথ ঝাঁ বলেন, ‘‘নবরাত্রী পুজোর ফুল বেলপাতা বিসর্জন দিতে গঙ্গায় যান রাজীব ৷ ছেলেকে নিয়ে স্নান করতে নেমেছিলেন ৷ রাজীব রিষড়া জয়শ্রী কটন মিলে কাজ করতেন ৷’’