উত্তরপাড়া, 23 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর সেই মৃতদেহ পোঁতা হচ্ছে ভাগাড়ে ৷ এমনকি কোরোনায় আক্রান্তদের ব্যবহৃত বহু জিনিসও ভাগাড়ে পোঁতা হচ্ছে । এই অভিযোগে পৌরসভার গাড়ি আটকে ক্ষোভ। হাসপাতালে কোনও বর্জ্য ফেলা যাবে না উত্তরপাড়া পৌরসভার মাখলার ভাগাড়ে। কেননা ভাগাড়ের আসে পাশের এলাকার মানুষের কোরোনা ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। তাই দীর্ঘক্ষণ বর্জ্য ফেলার গাড়ি আটকে রাখে এলাকার বাসিন্দারা। যতক্ষণ না পৌর প্রশাসক কোনও রকম ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ গাড়ি আটকান থাকবে বলে দাবি করা হয়। খবর দেওয়া হয় পুলিশে।পরে উত্তরপাড়া থানার পুলিশের উপস্থিতিতে গেট খোলা হয় ভাগাড়ের ৷
কোরোনায় মৃত্যুর পর দেহ পোঁতা হচ্ছে ভাগাড়ে ! বিক্ষোভ বাসিন্দাদের - ভাগাড়
কোরোনায় মৃত্যুর পর মৃতদেহ ও আক্রান্তদের ব্যবহৃত জিনিস পোঁতা হচ্ছে ভাগাড়ে ৷ এই অভিযোগে উত্তরপাড়ার মাখলায় পৌরসভার বর্জ্য ফেলার গাড়ি আটকে রাখল বাসিন্দারা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে গেট খোলা হয় ভাগাড়ের ৷
উত্তরপাড়ার মাখলায় রয়েছে উত্তরপাড়া পৌরসভার ভাগাড়। ভাগারের চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। ভাগাড়ের পাশেই রয়েছে বসতি। আজ পৌরসভার বর্জ্য ফেলার কয়েকটি গাড়ি ভাগাড়ে ঢুকতে গেলে বাধা দেয় স্থানীয়রা। পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে এই নিয়ে বচসা শুরু হয় স্থানীয়দের। খবর পেয়ে চলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কোরোনা আক্রান্তদের বাড়ির বর্জ্য ভাগাড়ে ফেলা হচ্ছে এখানে।তবে পৌরসভা তরফে জানানো হয়েছে কোনও কোরোনায় মৃত দেহ এখানে ফেলা হয়নি।শুধুমাত্র হাসপাতালে যে বর্জ্য নিয়ম মাফিক পাঁচ ফুট গর্ত করে পুঁতে দেওয়া হচ্ছে।এতে কোরোনা সংক্রমণ হয় না।