পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হুগলি ঘাট স্টেশনে কৌটো বোমা বিস্ফোরণ - হুগলি ঘাট

ব্যস্ত এলাকায় কীকরে বোমা এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ।

1

By

Published : Jun 30, 2019, 9:46 PM IST

চূঁচুড়া, 30 জুন : হুগলি ঘাট স্টেশনের টিকিট কাউন্টারের কাছে বিস্ফোরণ । আজ বিকেলে বিস্ফোরণ হয় । কেউ হতাহত হয়নি । বিস্ফোরণে বসার জায়গা ও পাশের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় ।

বিকেলে স্টেশনে টিকিট কাউন্টারে অনেকে বসেন । ফলে সেখানে কী করে বোমা এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । চূঁচুড়া থানার পুলিশ গিয়ে বোমার নমুনা সংগ্রহ করে ।

স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, "আমরা সকলেই আতঙ্কিত । এখানে শান্তিতে থাকা, ব্যবসা করা যায় না । আতঙ্কে থাকি ।"

শুনুন স্থানীয়দের বক্তব্য

গতকাল ব্যান্ডেল স্টেশনে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম । এরপর আজ হুগলি ঘাটের প্রতীক্ষালয় থেকে কৌটো বোমা বিস্ফোরণ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী ।

এই সংক্রান্ত আরও খবর :প্রোমোটার চক্র না রাজনৈতিক বিদ্বেষ ! দিলীপ খুনের আসল রহস্য খুঁজছে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details