পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুন-তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী BJP-তে ; বিক্ষোভ, ভাঙচুর - Politics

একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ সেই নেতার স্ত্রী সম্প্রতি যোগ দিয়েছেন BJP-তে ৷ তারপরই সেই তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল BJP কর্মী-সমর্থকের বিরুদ্ধে ৷ তৃণমূল নেতার স্ত্রীকে দলে নেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় ৷

ভাঙচুর

By

Published : Aug 2, 2019, 3:56 AM IST

মগরা, 2 অগাস্ট : খুন, তোলাবাজিতে অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার স্ত্রী সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন । তাঁকে দলে নেওয়ার বিরোধিতা করে তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল BJP কর্মী-সমর্থকের বিরুদ্ধে ৷ তাঁর বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ ভাঙা হয় CCTV ক্যামেরা ৷ ওই তৃণমূল নেতার স্ত্রীকে দলে নেওয়ার প্রতিবাদে মগরার কালীতলায় অসম লিঙ্ক রোড অবরোধ করা হয় ৷

লোকসভা ভোটের আগে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন দেবরাজ পাল ৷ তিনি এলাকায় তপন দাশগুপ্তের স্নেহধন্য হিসেবে পরিচিত ৷ কিন্তু, লোকসভা ভোটে এলাকায় পিছিয়ে পড়ে তৃণমূল ৷ কোপ পড়ে দেবরাজের উপর ৷ তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ এরপর পুকুর বুজিয়ে দেওয়া ও জমি আত্মসাতের অভিযোগে একদল তৃণমূল কর্মী দেবরাজের বাড়িতে চড়াও হয় ৷ এনিয়ে কিছুটা ক্ষুব্ধ ছিলেন দেবরাজ ৷ ক্রমশ BJP-র দিকে ঝুঁকছিলেন ৷ এরপর দেবরাজের স্ত্রী বীথি BJP-তে যোগ দেন ৷ দলের সদস্য সংগ্রহ অভিযান ও বিভিন্ন কর্মসূচিতে সামিল হন ৷ তা নিয়ে আপত্তি তোলে BJP-র একটি অংশ ৷ তাদের বক্তব্য, গুন্ডা-মস্তানদের দলে নেওয়া যাবে না ৷ এরপর গতকাল বিক্ষুব্ধ BJP কর্মী-সমর্থকরাই দেবরাজের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷ বীথিকে দলে নেওয়ার প্রতিবাদে মগরার কালীতলায় অসম লিঙ্ক রোড অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা ৷ পরে সেখানে যায় মগরা থানার পুলিশ ।

ভাঙচুর চালানো হয় গাড়িতে

স্থানীয় BJP নেত্রী রাজকুমারী কেশরীর বক্তব্য, "দেবরাজ পাল তৃণমূল নেতা । এর আগে, দেবরাজ এলাকায় মস্তানি ও তোলাবাজি করত । মাফিয়ারাজ চালাত ৷ লোকের জমি দখল করে ও কাটমানি খেয়ে এলাকায় ক্ষমতা দখল করেছিলেন । পুলিশও জানে, ও সাতটি খুনের সঙ্গে জড়িত ৷ আর এদিকে, দেবরাজের স্ত্রী BJP-তে যোগ দিয়েছেন । সদস্যপদ সংগ্রহ করাচ্ছেন । আমরা চাই না এই সব লোকেদের নিয়ে BJP রাজনীতি করুক । এরা BJP-তে এলে দলটাকে শেষ করে দেবে । "

বিক্ষোভ BJP কর্মী-সমর্থকদের

আর বীথির বক্তব্য, তাঁকে নিয়ে দলের রাজ্য নেতৃত্বের কোনও সমস্যা নেই ৷ তাঁর কথায়, "আমাকে নিয়ে যদি কোনও সমস্যা থাকত তাহলে তখনই তো রাজ্য নেতৃত্ব বাধা দিত । আমার স্বামী তৃণমূলে ছিলেন ৷ কিন্তু, সেখানে বঞ্চিত আমরা । আমি কোনওদিন তৃণমূল করিনি । কয়েকদিন আগে আমার বাড়িতে হামলা হয়েছিল ৷ আর সেই মুখগুলিই এবার BJP-র হয়ে বাড়িতে হামলা চালিয়েছে । "

দেবরাজকে অবশ্য বেনোজল বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা অমিত ঘোষ ৷ তিনি বলেন, "দেবরাজ তৃণমূলের কেউ নন । আগে CPI(M)-এর হার্মাদ ছিলেন ৷ লোকসভা ভোটের আগে তৃণমূলে বেনোজল হিসেবে ঢুকেছিলেন । সপ্তগ্রাম সহ আরও দুটি বিধানসভাতে সন্ত্রাস করে মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছিলেন ৷ ফলে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল আমাদের থেকে । লোকসভা ভোটের পর তাঁর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম ৷ এখন তাঁর স্ত্রী BJP-তে যোগ দিয়েছেন ৷ এখন দেবরাজ পালের মতো লোকই BJP-র সম্পদ ।"

ABOUT THE AUTHOR

...view details