হুগলি, 17 জানুয়ারি : তৃণমূলের সভায় চেয়ার, টেবিল, মাইক ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আজ ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়ার সোদপুর এলাকায় । সেখানে তৃণমূলের শিক্ষা সেলের একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠান ছিল । দুষ্কৃতীদের হামলায় তৃণমূলের কয়েকজন আহত হয়েছেন ।
হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ একাধিক নেতা আজকের সভায় উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানের সভাতে বিজেপির কর্মীরা হামলা চালায় । হামলার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূলের নেতা-কর্মীরা । পাশাপাশি এলাকায় বিজেপি কর্মীদের এই কাজের প্রতিবাদে দিলীপ যাদবের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয় ।