পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের সভায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা, প্রতিবাদে পথ অবরোধ - public meeting of tmc

হুগলিতে তৃণমূলের সভায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে । তবে পালটা অভিযোগ করতেও ছাড়েনি স্থানীয় বিজেপি নেতা কর্মীরা । ঘটনাস্থানে পুলিশি টহল শুরু হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

তৃণমূলের সভায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা, প্রতিবাদে পথ অবরোধ
তৃণমূলের সভায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা, প্রতিবাদে পথ অবরোধ

By

Published : Jan 17, 2021, 11:08 PM IST

হুগলি, 17 জানুয়ারি : তৃণমূলের সভায় চেয়ার, টেবিল, মাইক ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আজ ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়ার সোদপুর এলাকায় । সেখানে তৃণমূলের শিক্ষা সেলের একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠান ছিল । দুষ্কৃতীদের হামলায় তৃণমূলের কয়েকজন আহত হয়েছেন ।

হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ একাধিক নেতা আজকের সভায় উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানের সভাতে বিজেপির কর্মীরা হামলা চালায় । হামলার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূলের নেতা-কর্মীরা । পাশাপাশি এলাকায় বিজেপি কর্মীদের এই কাজের প্রতিবাদে দিলীপ যাদবের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয় ।

আরও পড়ুন : এবার শক্তি প্রদর্শন দক্ষিণ কলকাতায়, রোড শো বিজেপির

বিজেপির তরফে পালটা অভিযোগ, তৃণমূলের সভা শুরুর আগে ওদের লোকজন বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেয় । আর এই ঘটনার প্রতিবাদ জানায় সাধারণ মানুষ । এমনকী তৃণমূল নিজেরাই নিজেদের সব কিছু ভাঙচুর করে আমাদেরকে ফাঁসাতে চাইছে । ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পুলিশ আসে । নামানো হয় ব়্যাফ ।

ABOUT THE AUTHOR

...view details