পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হুগলিতে পঞ্চায়েত উপপ্রধানকে মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে - hooghly news

বিভিন্ন দাবিতে ধনিয়াখালির পারাম্বুয় সাহাবাজার পঞ্চায়েতে ডেপুটেশনে জমা দিতে আসে BJP । সেই সময় উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা । এরপরই উপপ্রধান গোপাল মোদককে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ ।

HGL
HGL

By

Published : Jun 17, 2020, 4:11 AM IST

আরামবাগ, 16 জুন : সাহাবাজার গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকে মারধোরের অভিযোগ BJP-র বিরুদ্ধে । পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন তাঁরা । এমনকী পঞ্চায়েত অফিসও ভাঙচুর করা হয় ।

আজ দুপুরে বিভিন্ন দাবিতে ধনিয়াখালির পারাম্বুয় সাহাবাজার পঞ্চায়েতে ডেপুটেশনে জমা দিতে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী । তাঁর সঙ্গে BJP-র অন্যান্য কর্মী-সমর্থকরাও ছিলেন । ডেপুটেশনে জমা দেওয়ার সময় উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা । অভিযোগ, এরপরই উপপ্রধান গোপাল মোদককে প্রচণ্ড মারধর করা হয় । এমনকী পঞ্চায়েতের আসবাস ভাঙচুর করেন তাঁরা । এবং জরুরি কাগজও ছিঁড়ে দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে ধনিয়াখালি থানার পুলিশ । এরপরই তৃণমূল কর্মী সমর্থকরা অভিযুক্ত BJP-র কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখতে শুরু করেন । থানায় BJP কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন হুগলি জেলা কৃষাণ ক্ষেত মজদুর সেলের সভাপতি রামেন্দু সিংহ রায় । তিনি বলেন, “দুপুর আড়াইটা নাগাদ BJP-র একদল দুষ্কৃতী পঞ্চায়েতে ঢুকে উপপ্রধানকে মারধর করে । অফিসের আসবাব ভাঙচুর করে । প্রয়োজনীয় কাগজ ছিঁড়ে দেয় । আমরা থানায় অভিযোগ করব । পুলিশ ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে আন্দোলন করব ।”

যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । বরং তাঁদেরই কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ BJP-র । আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী অভিযোগ করেন, পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা ছিল । সেখানে গেলে তৃণমূলের হার্মাদ বাহিনী তাঁদের ঘেরাও করে ও মারধর করে । পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করা হয়নি বা পঞ্চায়েত অফিস ভাঙচুর হয়নি । সব সাজানো ।

ABOUT THE AUTHOR

...view details