গুড়াপ, 27 জুন : পুলিশের গুলিতে জখম এক BJP কর্মী । ঘটনাটি হুগলির গুড়াপের সাতুর গ্রামের । অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকেই বেলমুড়ি ফিডার রোড অবরোধ করে BJP ।
অভিযোগ, গতকাল গুড়াপের বাথানগড়িয়ার আসপাড়ায় BJP-র এক সমর্থক সাধন বাউল দাস "জয়শ্রীরাম" বলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে টাঙি, কুড়ুল দিয়ে মারধর করে । গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনার তদন্ত করতে গ্রামে আসে পুলিশ । গ্রামে যাওয়ার পথে বাথানগড়িয়া মোড়ে এক BJP সমর্থক শুভেন্দু মালিকের বাইক আটকায় পুলিশ । বাইক আটকানোকে কেন্দ্র করে বচসা বাধে । অভিযোগ, পুলিশ শুভেন্দুবাবুকে মারধরও করে । এরপর গ্রামে পুলিশের গাড়ি ঢুকলে শুভেন্দুবাবু গাড়িটিকে আটকান । পুলিশের কাছে জানতে চান, "আমাকে বিনা কারণে শুধু শুধু মারলেন কেন?" এরপর গ্রামবাসীরা জড়ো হয়ে যায় । উত্তেজনা ছড়ায় । গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় পুলিশ গুলি চালায় । পুলিশের গুলিতে জখম হন BJP সমর্থক জয়চাঁদ মালিক (শুভেন্দু মালিকের মামা) । হাসপাতালের বেডে বসে জয়চাঁদবাবু বলেন, "আমি ছাড়াছাড়ি করতে গেছিলাম । কিন্তু এরই মধ্যে মেজোবাবু গুলি চালানোর নির্দেশ দেন । আমি সামনা সামনি চলে গেছিলাম । আমার উপর গুলি চালায় ।" অন্যদিকে পুলিশের বক্তব্য, ইচ্ছা করে গুলি চালানো হয়নি । ধস্তাধস্তির জেরে গুলি ছুটে যায় ।