বেলমুড়ি, 12 জুন : নির্বাচনে ফল ঘোষণা পর থেকেই দোকান বন্ধ রেখেছিলেন বিজেপি কর্মী ৷ ভরা বাজারে তৃণমূলের কাছে মুচলেকা দিয়ে দোকান খোলার অনুমতি পেলেন বাপ্পা কর নামে ওই বিজেপি কর্মী । ঘটনাটি ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের ফিডা রোড এলাকার ।
মুচলেকা দিয়ে তৃণমূলের নেতা, কর্মীদের উপস্থিতিতে ভরা বাজারে সকলের সামনে "ভুল স্বীকার" করেন । তারপরই দোকান খুলতে পারেন তিনি । নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করেছে যেসব বিজেপি কর্মীরা তারা মুচলেকা লিখে ভুল স্বীকার করলে তবেই দোকান খোলার অনুমতি মিলবে । তৃণমূলের তরফে নাকি এমনটাই দাবি করা হয়েছিল ৷ তারপর মুচলেকা লিখে পরে ক্ষমা চান বাপ্পা । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷
বাপ্পা কর গত লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন । গত 2 মে ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে অজানা কারণে তার মোবাইলের দোকানটি বন্ধ ছিল ৷ গতকাল স্থানীয় তৃণমূল নেতাদের দোকান খুলতে দেওয়ার আবেদন জানান বাপ্পা । মাইক নিয়ে ক্ষমা প্রার্থনা করেন বিজেপি কর্মী বাপ্পা কর । তিনি বলেন, "গত 3 মে থেকে আমার মোবাইলের দোকানটি বন্ধ আছে । দোকানটি খুলতে দেওয়ার আবেদন জানাচ্ছি । আগামী দিনে তৃণমূলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই ।"
মুচলেকা দিয়ে দোকান খোলার অনুমতি পেলেন বিজেপি কর্মী আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু
এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা বেলমুড়ি অঞ্চল সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা জোর করে কারও দোকান বন্ধ বা কাউকে জোর করে তৃণমূলে যোগদান করাইনি । বাপ্পা কর নিজে থেকেই দোকান বন্ধ করে রেখেছিলেন ৷ বিগত দিনে তিনি তৃণমূল কর্মী ছিলেন ৷ পুনরায় দলে ফেরার জন্য আবেদন করেন ৷ ভুল স্বীকার করলে তাঁকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয় ।