চুঁচুড়া, 29 অগস্ট: ফেসবুকে লাইভ করে আত্মহত্যা যুবকের (BJP Worker Died by Suicide in Hooghly)। মৃতের নাম অভিষেক চৌধুরী। সোমবার ভোরে চুঁচুড়ায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, বিজেপি করার অপরাধে অভিষেককে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল তৃণমূল কর্মী কুণাল সরকার ৷ তারপর থেকে আতঙ্কেই ভুগছিলেন অভিষেক।
মৃত্যুর আগে ফেসবুক লাইভে মৃত অভিষেক চৌধুরী বলেছিলেন, ‘‘আমি চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারকে বলছি, আপনি এর বিচার করবেন। আপনার ঘরেও ছেলেমেয়ে রয়েছে । আমি কত সহ্য করব ! হেলমেট পড়ে এসে আমাকে বন্দুক দেখাচ্ছে, বলছে আমার মা-কে মেরে দেবে। বারবার বলছে, বিজেপি করিস তোকে শেষ করে দেব। আমার মা অসুস্থ। কুণাল অন্যায় করে, ও বলে আমি যা বলব সেটাই শেষ কথা, আমি তার প্রতিবাদ করেছিলাম । সবাইকে বলেছে তুই মর না-হলে তোর বাড়ির লোককে মেরে দেব। আমি মরে যাচ্ছি সবাই ভালো থেকো ৷ আমি আমার মা, বাবা, দাদাকে খুব ভালোবাসি।’’