পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Died By Suicide প্রাণনাশের হুমকি, ফেসবুক লাইভ করে আত্মঘাতী বিজেপি কর্মী - চুঁচুড়ায় আত্মঘাতী বিজেপি কর্মী

ফেসবুক লাইভ করে আত্মহত্যা যুবকের (Youth Died By suicide)৷ মৃত অভিষেক চৌধুরী সোমবার সকালে নিজের বাড়িতে আত্মহত্যা করেন ৷ তিনি বিজেপিকর্মী হিসাবে পরিচিত ছিলেন ৷ অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা কুণাল সরকারের বিরুদ্ধে ৷ মৃতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ ৷

Youth Died By suicide
যুবককে প্রাণনাশের হুমকি

By

Published : Aug 29, 2022, 10:17 PM IST

চুঁচুড়া, 29 অগস্ট: ফেসবুকে লাইভ করে আত্মহত্যা যুবকের (BJP Worker Died by Suicide in Hooghly)। মৃতের নাম অভিষেক চৌধুরী। সোমবার ভোরে চুঁচুড়ায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, বিজেপি করার অপরাধে অভিষেককে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল তৃণমূল কর্মী কুণাল সরকার ৷ তারপর থেকে আতঙ্কেই ভুগছিলেন অভিষেক।

মৃত্যুর আগে ফেসবুক লাইভে মৃত অভিষেক চৌধুরী বলেছিলেন, ‘‘আমি চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারকে বলছি, আপনি এর বিচার করবেন। আপনার ঘরেও ছেলেমেয়ে রয়েছে । আমি কত সহ্য করব ! হেলমেট পড়ে এসে আমাকে বন্দুক দেখাচ্ছে, বলছে আমার মা-কে মেরে দেবে। বারবার বলছে, বিজেপি করিস তোকে শেষ করে দেব। আমার মা অসুস্থ। কুণাল অন্যায় করে, ও বলে আমি যা বলব সেটাই শেষ কথা, আমি তার প্রতিবাদ করেছিলাম । সবাইকে বলেছে তুই মর না-হলে তোর বাড়ির লোককে মেরে দেব। আমি মরে যাচ্ছি সবাই ভালো থেকো ৷ আমি আমার মা, বাবা, দাদাকে খুব ভালোবাসি।’’

এই প্রসঙ্গেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, সত্যি যদি এই ধরনের ঘটনা ঘটে দুঃখজনক ঘটনা। কেউ দোষ করলে আইনানুগ ব্যবস্থা করবে প্রশাসন। পুলিশ তদন্ত করুক তাহলেই সঠিক কারণ উঠে আসবে।

বিজেপি নেতা, সুরেশ সাউ বলেন ‘‘অভিষেক দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে রাজনীতি করত । তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত । ভিডিয়ো দেখে যেটুকু বুঝলাম তাকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে । আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব যারা মানসিক ভাবে অত্যাচার করেছে । তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।’’

প্রাণনাশের হুমকি পেয়ে ফেসবুক লাইভের পর আত্মঘাতী যুবক

আরও পড়ুন: মৃত্যুর আগে সোনালি ফোগতের নাচের ভিডিয়ো ভাইরাল
এদিন ভোর 4:30 নাগাদ ফেসবুকে একটি লাইভ করে আত্মহত্যা করেন । যুবককে উদ্ধার চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ABOUT THE AUTHOR

...view details