গোঘাট, 24 অগাস্ট : গোঘাটের নকুণ্ডা এলাকার তৃণমূল কর্মী লালচাঁদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত BJP কর্মী বিশ্বজিৎ মালিককে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ । গতকাল আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।
22 জুলাই রাতে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে নামিয়ে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী লালচাঁদ বাগকে । আর সেই খুনের ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রায় একমাস পর বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার খাতরা থেকে বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি নকুণ্ডা গ্রামেই ৷ তিনি ওই এলাকার BJP-র একজন কার্যকর্তা ৷ তাঁকে এতদিন পুলিশ খুঁজছিল ৷ অভিযোগ, তৃণমূল কর্মী লালচাঁদ বাগের খুনের ঘটনায় তারই মদত ছিল ৷
আরও পড়ুন : গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, আটক 6 BJP কর্মী
গতকাল ধৃত BJP কর্মীকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ৷ গোঘাটের তৃণমূলকর্মীকে খুনের ঘটনায় এখনও পযন্ত মোট 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের গোঘাট ব্লক সভাপতি নারায়ণ পাঁজা বলেন, "BJP-ই আমাদের কর্মীদের খুন করেছে ৷ আর এই ঘটনাকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অপপ্রচার করছে ৷ আগে যারা CPI(M)-র হার্মাদ ছিল, তারাই এখন BJP-র জামা গায়ে দিয়ে তৃণমূল কর্মীদের খুন করছে ৷"
যদিও BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই তৃণমূল কর্মী খুন হন ৷ কিন্তু BJP-র উপর দোষ চাপিয়ে দলের কার্যকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে ৷ আইন আইনের পথেই চলবে ৷ সেটা আমরা জানি ৷ খুনের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করবে সেটাই বাস্তব ৷ লালচাঁদ বাগের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অতিসক্রিয় ভূমিকা পালন করছে ৷ অথচ, আমাদের দলীয় কার্যকর্তা কাশীনাথ ঘোষের খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারল না পুলিশ ৷ পুলিশ যত খুশি পক্ষপাতিত্ব করুক, BJP তাদের পথ খুঁজে নেবে ৷"