উত্তরপাড়া, 27 জুলাই:শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dares Centre)৷ বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, এজেন্সিকে দিয়ে সরকারকে হেনস্থা করে তারা মহারাষ্ট্রের মতোই বাংলার সরকারকেও ফেলে দিতে চাইছে ৷
গত কয়েকদিন নিয়োগ দুর্নীতি সম্পর্কে বলতে গিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলছেন রাইট টু ব্লান্ডারের কথা । এ দিন উত্তরপাড়াতেও একই প্রসঙ্গ তুললেন মমতা । বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে কারও কখনও ভুল হতেই পারে । ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার । নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন । ভুল কি কারও হয় না ! যদি কেউ ভুল করে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে । ভুল করার পর যদি আইনত প্রমাণিত হয় নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
তবে জায়গায় জায়গায় ইডি হানা নিয়ে প্রশ্ন তুলে তিনি (BJP wants to topple Bengal Govt) বলেন, "একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে ভুল হতে পারে । কেউ কোনও ভুল করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দোষ প্রমাণিত হলে শাস্তি হবে । একুশে জুলাইয়ের পর বাইশ তারিখেই কেন পদক্ষেপ ? যেখানে প্রয়োজন আছে সেখানে কেন্দ্রীয় এজেন্সিতে আপত্তি নেই ৷ কিন্তু তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে কেন হেনস্থা করা হচ্ছে ? ওরা ভাবছে, মহারাষ্ট্র ভেঙেছি বাংলাকেও ভাঙব ৷ বাংলাকে ভাঙা এত সহজ নয় ৷ এই রাজ্যে ভাঙন ধরার আগে বিজেপিকে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হতে হবে ।"