পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত গোঘাট - BJP তৃণমূল সংঘর্ষ

হুগলির গোঘাটের গোবিন্দপুর এলাকায় BJP -তৃণমূল সংঘর্ষ । এই ঘটনায় উভয়পক্ষের দুজন আহত । এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে পুলিশি টহল।

bjp tmc clashes
BJP তৃণমূল সংঘর্ষ

By

Published : Nov 4, 2020, 10:46 PM IST

গোঘাট, 4 নভেম্বর: BJP -তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত গোঘাট । এই ঘটনায় উভয়পক্ষের আহত দুই। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হুগলির গোঘাটের গোবিন্দপুর এলাকায়।BJP-র অভিযোগ, গোবিন্দপুর এলাকায় তাদের কার্যালয়ে ঢুকে এক BJP কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।অন্যদিকে, সভা চলাকালীন তৃণমূলের কার্যালয়ে ঢুকে তৃণমূল কর্মীদের মারধরের পালটা অভিযোগ BJP-র বিরুদ্ধে।

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থানে যায় গোঘাট থানার পুলিশ বাহিনী।উভয় দলের দুই আহত কর্মীকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। আক্রান্ত BJP কর্মী প্রদীপ পণ্ডিতের অভিযোগ, দলীয় কার্যালয়ে মিটিং শেষে সহকর্মী মিঠুন চক্রবর্তীর সঙ্গে বসে ছিলেন।সেই সময় মদ্যপ অবস্থায় দশ বারো জন তৃণমূল কর্মী হটাৎ তাঁদের আক্রমণ করে।দলীয় কার্যালয়ের বাইরে এনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তাঁকে। অজ্ঞান অবস্থার ভান করলে তাঁকে ফেলে চলে যায় তৃণমূল কর্মীরা।স্থানীয় দুই তৃণমূল নেতার নেতৃত্ব এই হামলা চালানো হয় বলে অভিযোগ আক্রান্ত BJP কর্মীর।

গোঘাট ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ পাঁজা BJP-র অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরইকার্যালয়ে মিটিং চলাকালীন BJP-র দুষ্কৃতীরা হামলা চালায়।এতে এক তৃণমূল কর্মী আহত হয়।গোঘাটে BJP-র পায়ের তলায় মাটি নেই তাই ঘৃণ্য রাজনীতি করছে।সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং এলাকা থেকে বেশ কয়েকটি মোটর বাইকও উদ্ধার করেছে।এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।

ABOUT THE AUTHOR

...view details