পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, আটক বেশ কয়েকজন - তৃণমূল বিজেপি সংঘর্ষ

তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ ৷ চলে ভাঙচুর, বোমাবাজি ৷ পুলিশ বেশকয়েকজনকে আটক করেছে ৷

bjp-tmc-clash-at-arambagh
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, আটক বেশ কয়েকজন

By

Published : May 28, 2021, 8:41 PM IST

আরামবাগ, 28 মে :দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের গৌরী এলাকা । ঘটনার জেরে এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয় ৷ বোমাবাজি চলে দুই পক্ষের মধ্যে । এই ঘটনায় আহত দু পক্ষেরই বেশ কয়েকজন । আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত 2 তৃণমূল কর্মী । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশ আটক করে দু পক্ষেরই বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে । গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে ৷ চলছে পুলিশি টহল ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ৷ তীব্র সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকা ছাড়ে দু পক্ষই ৷ আবারও শুক্রবার বেলায় সংঘর্ষ বাঁধে ৷ দু পক্ষের মোট 7 জনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ ।

তৃণমূল কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মীরা তাঁদের বাড়িতে চড়াও হন ৷ মারধর করা হয় তৃণমূলের কর্মীদের ৷ চলে বোমাবাজি ৷ দুই কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন:করোনা আবহে কেন্দ্রের বোঝা বাড়াতে নারাজ, যশে মোদির কাছে সাহায্য চাননি নবীন

উত্তপ্ত আরামবাগ

অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা হঠাৎ করে চড়াও হন এবং এলাকায় সন্ত্রাস চালান ৷ তারই প্রতিবাদ করায় তাঁরা মারধর করেন ৷ আরামবাগের তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায় বলেন, "আমাদের নেত্রী করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন । তারপরও এলাকায় যদি কেউ অশান্তি করে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে ।" বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেছেন, "তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল, আমাদের বিজেপি কর্মীরা প্রতিরোধ করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details