আরামবাগ, 28 মে :দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের গৌরী এলাকা । ঘটনার জেরে এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয় ৷ বোমাবাজি চলে দুই পক্ষের মধ্যে । এই ঘটনায় আহত দু পক্ষেরই বেশ কয়েকজন । আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত 2 তৃণমূল কর্মী । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশ আটক করে দু পক্ষেরই বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে । গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে ৷ চলছে পুলিশি টহল ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ৷ তীব্র সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকা ছাড়ে দু পক্ষই ৷ আবারও শুক্রবার বেলায় সংঘর্ষ বাঁধে ৷ দু পক্ষের মোট 7 জনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ ।
তৃণমূল কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মীরা তাঁদের বাড়িতে চড়াও হন ৷ মারধর করা হয় তৃণমূলের কর্মীদের ৷ চলে বোমাবাজি ৷ দুই কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন:করোনা আবহে কেন্দ্রের বোঝা বাড়াতে নারাজ, যশে মোদির কাছে সাহায্য চাননি নবীন
অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা হঠাৎ করে চড়াও হন এবং এলাকায় সন্ত্রাস চালান ৷ তারই প্রতিবাদ করায় তাঁরা মারধর করেন ৷ আরামবাগের তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায় বলেন, "আমাদের নেত্রী করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন । তারপরও এলাকায় যদি কেউ অশান্তি করে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে ।" বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেছেন, "তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল, আমাদের বিজেপি কর্মীরা প্রতিরোধ করেছে ।"