চুঁচুড়া, 23 মার্চ: নিজের পরিবারের লোকজন-সহ 17 জনকে চাকরি দিয়েছে তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) । এমনই অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। বৃহস্পতিবার দুপুরে চুঁচুড়া পৌরসভার মধ্যে চেয়ারম্যানের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। এরপর অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা।
চুঁচুড়া পৌরসভার (Chinsura Municipality) 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরস্বতী পালের বিরুদ্ধে চাকরিতে স্বজন-পোষণের অভিযোগ করেছিল বিজেপি । এদিন পৌরসভায় তাঁর ঘরের সামনে এসে ক্ষোভ উগরে দেয় বিজেপি কর্মীরা। স্থায়ী বা অস্থায়ী যাই হোক না কেন, একজন কাউন্সিলর কীভাবে নিজের পরিবার বা দলের কর্মীদের পৌরসভায় নিয়োগ করে এদিন সেই প্রশ্নই তোলে বিজেপি। সেই নিয়ে পৌরসভার চেয়ারম্যান অমিত রায়কে ডেপুটেশনও জমা দেয় তারা।
চাকরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এদিন পৌরসভা ঘেরাও করে বিজেপি কর্মী-সমর্থকরা। সে সময় পৌরসভায় ছিলেন না পৌরপ্রধান। কিছুক্ষণ পর ঘেরাও চলাকালীন পৌরসভায় প্রবেশ করেন পৌরপ্রধান অমিত রায়। তাঁকে দেখে ঘিরে ধরে 'চোর' স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পৌরপ্রধানকে তাঁর ঘরে পৌঁছে দিয়ে আসেন।