পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে BJP নেত্রীর বাড়িতে হামলা, প্রতিবাদে পথ অবরোধ - বিজেপি নেত্রীর বাড়িতে হামলা

ঘটনার প্রতিবাদে আরামবাগ-বাঁকুড়া 2 নম্বর রাজ্য সড়কে খাঁদিঘিতে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় BJP নেতা কর্মীরা । পথ অবরোধের জেরে সেখানে যানজট তৈরি হয় ।

ছবি
ছবি

By

Published : Nov 23, 2020, 5:44 PM IST

গোঘাট, 23 নভেম্বর : BJP নেত্রীর বাড়িতে হামলা এবং মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গোঘাটে । গতরাতে গোঘাটের BJP নেত্রী মামনি রায়ের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁর বাড়ি ভাঙচুর করা হয় ৷ মারধর করা হয় তাঁর স্বামী ও সন্তানকেও ।

ঘটনার প্রতিবাদে আরামবাগ-বাঁকুড়া 2 নম্বর রাজ্য সড়কে খাঁদিঘিতে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় BJP নেতা কর্মীরা । পথ অবরোধের জেরে সেখানে যানজট তৈরি হয় । কিছুক্ষণ অবরোধের পর গোঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

BJP নেত্রীর বাড়িতে হামলার জন্য পথ অবরোধ

রবিবার রাতে মামনি রায়ের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । হামলার পাশাপাশি তাঁর স্বামী বিপ্লব রায় ও মেয়েকে বেধড়ক মারধরও করা হয় । মারধর করার পর তাঁদের বাড়ি থেকে সোনার গয়না, টাকা-পয়সা সবকিছুই লুট করে দুষ্কৃতীরা । এরপর চম্পট দেয় তারা ।

এদিকে ঘটনার পরই মামনি রায়, তাঁর স্বামী ও মেয়েকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামনি রায় । যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে BJP কর্মীরা পথ অবরোধ করেন । তৃণমূলের পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details