রাতের অন্ধকারে পুড়ল বিজেপির দলীয় কার্যালয় শ্রীরামপুর, 3 সেপ্টেম্বর: বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ। পুড়ে ছাই ভেতরে থাকা ব্যানার-সহ কার্যালয়ের একাংশ। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁপসরা এলাকায় ৷ অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে ৷ প্রতিবাদে রবিবার সকালে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের চাঁপসরা এলাকায় রাস্তার উপর বসে অবরোধ করলেন বিজেপি কর্মীরা। প্রায় আধঘণ্টা ধরে চলে এই অবরোধ ৷ পরে পুলিশ এসে অবরোধ হটিয়ে দেয় ।
বিজেপির দাবি, রাত ন'টা-দশটা পর্যন্ত প্রতিদিনই কার্যালয়ে বসে দলীয় কাজকর্ম করেন নেতারা । তবে শনিবার রাত ন'টার পর দলীয় কার্যালয় বন্ধ করে চলে গিয়েছিলেন সকলে। এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ তারা খবর পান দলীয় কার্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে । ছুটে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে দলীয় কার্যালয় ৷ পরে নিজেরাই আগুন নেভান বিজেপি কর্মীরা । শাসকদলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিয়ারাপুর ও শ্রীরামপুর থানার পুলিশ।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, "রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেই আমরা রাস্তা অবরোধ করে সাময়িক প্রতিবাদ জানাচ্ছি । বিকেলে পথসভাও করা হবে। পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী দল বিজেপি ৷ তাই আমাদের কার্যালয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে । আর তৃণমূল যখন পেরে ওঠে না তখন তারা বলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। শাসকদল নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ৷ আগামিদিনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ভারতীয় জনতা পার্টি।"
আরও পড়ুন:দিনহাটায় বিজেপি কার্যালয়ে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে
যদিও বিরোধীদের সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন তৃণমূলের পিয়ারাপুর অঞ্চল সভাপতি বিকাশ দাস ৷ তাঁর কথায়, "তৃণমূল কংগ্রেস শুধু উন্নয়ন করতে শিখেছে কারও কার্যালয়ে আগুন লাগানো, কাউকে মারধর করা আমাদের কাজ নয় ৷ বিজেপির কর্মীরা নিজেরা কার্যালয়ে আগুন লাগিয়ে এখন অন্যের নামে দোষ দিচ্ছে ।"